মেট্রোলাইনের পাশে মাটি বসে গেল!

A G Bengali
শুক্রবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে ধস নামল। অফিসে টাইমে লাইনের পাশে এই ধস চোখে পড়ে। প্রায় ২০০ মিটার জায়গা জুড়ে ধস থাকায় ধীর গতিতে চলাচল করছে মেট্রো। ক্ষতিগ্রস্থ অংশ ত্রিপল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ক্ষতি হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজের পিলারও। বোল্ডার নিয়ে চলছে ধস মেরামতির কাজ। কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনের। এই এলাকারই লাইন থেকে কয়েক মিটার দূরে ধস নামে। কেন এই ঘটনা, সরকারি ভাবে তার কারণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে, গত কয়েক দিনের বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে বসে যেতে পারে। তবে এর ফলে মেট্রো সেতুর কোনও ক্ষতি হবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে।বোল্ডার নিয়ে চলছে ধস মেরামতির কাজ। কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনের। এই এলাকারই লাইন থেকে কয়েক মিটার দূরে ধস নামে। কেন এই ঘটনা, সরকারি ভাবে তার কারণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে, গত কয়েক দিনের বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে বসে যেতে পারে। তবে এর ফলে মেট্রো সেতুর কোনও ক্ষতি হবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে। 

বালির বস্তা এবং বোল্ডার ফেলে ওই জায়গা মেরামতের চেষ্টা করছেন। শতাধিক কর্মী কাজ করছেন। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকেই ওই এলাকার মাটি আলগা হয়ে নামতে শুরু করে। শুক্রবার সকালে দেখা যায়, মেট্রাে সিসিআর ব্রিজের পাশে প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে মাটি বসে যায়। ২২ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Find Out More:

Related Articles: