ভারতে ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসনের টিকা

A G Bengali
শনিবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, জরুরিকালীন ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের (Johnson & Johnson) প্রস্তুত টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র। এই ভ্যাকসিনটি একটি 'সিঙ্গেল ডোজ' ভ্যাকসিন। এর আগেই ভারতে জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহার করার ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল মার্কিন এই সংস্থা। জনসন অ্যান্ড জনসন আগেই দাবি করেছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার ৮৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। সেই ভিত্তিতেই ভারতে আবেদন করেছিল সংস্থাটি। ভারতে এখন পাঁচটি বিদেশি ভ্যাকসিন চলছে। 

উল্লেখ্য জরুরি ভিত্তিতে তাদের তৈরি টিকা যাতে ব্যবহার করা হয়, তার জন্য আবেদন জানানোর এক দিন পরই ছাড়পত্র পেয়ে গেল জনসন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, হায়দরাবাদের বায়োলজিক্যাল ই-লিমিটেড-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে টিকা উৎপাদন করবে আমেরিকার সংস্থাটি। ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণের ক্ষেত্রে তাদের তৈরি টিকা ব্যবহার করা হবে।উল্লেখ্য জরুরি ভিত্তিতে তাদের তৈরি টিকা যাতে ব্যবহার করা হয়, তার জন্য আবেদন জানানোর এক দিন পরই ছাড়পত্র পেয়ে গেল জনসন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, হায়দরাবাদের বায়োলজিক্যাল ই-লিমিটেড-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে টিকা উৎপাদন করবে আমেরিকার সংস্থাটি। ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণের ক্ষেত্রে তাদের তৈরি টিকা ব্যবহার করা হবে। কোভিড প্রতিরোধে এই নিয়ে পাঁচটি টিকা এল ভারতের হাতে—সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক-ভি, আমেরিকার মডার্না এবং জনসন। সার্বিক টিকাকরণের লক্ষ্যে এখনও পর্যন্ত ৫০ কোটি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

Find Out More:

Related Articles: