ঘোড়াঘাটায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

A G Bengali
দেশের দৈনিক কোভিড সংক্রমণ গত ছ’দিন ধরেই ৪০ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৫৮। এই অবস্থায় স্টার্লিং ট্রু-নামক একটি এনজিও'র
 উদ্যোগে ইউনিক প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রকল্পে আজ ঘোড়াঘাটা স্টেশন রোডে আয়োজিত হয়ে গেলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প। স্থানীয় ডাক্তারের পাশাপাশি বিশিষ্ট মেডিক্যাল অফিসাররাও উপস্থিত ছিলেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সঙ্গে বিনামূল্যে সুগার টেস্ট করা হয়। এছাড়া ইসিজিও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনান যুবক বৃন্দের প্রতিনিধি দল। তাদের উদ্যোগে বৃক্ষ প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ঘোড়াঘাটা বান্ধব সমিতি ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দৈনিক সংক্রমণ ৪০ হাজারের বেশি থাকায় গত কয়েক দিন ধরেই বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ২ হাজার ৭৬৬। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১৩ হাজার ৭১৮ জন। গত কয়েকদিন ধরেই কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি হচ্ছে। দেশের নতুন আক্রান্তের প্রায় অর্ধেকই হচ্ছে দক্ষিণের ওই রাজ্য থেকে। তালিকায় এর পর রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ৬ হাজার ৪৭৯ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২,২৮৭), তামিলনাড়ু (১,৯৯০), কর্নাটক (১,৮৭৫), ওড়িশা (১,৪৩৭)। বাকি সব রাজ্যে আক্রান্তের সংখ্যা এক হাজারের কম। তবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সংক্রমণ পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে।


Find Out More:

Related Articles: