১৫ আগাস্ট পর্যন্ত রাজ্যে কোভিড বিধি-নিষেধের মেয়াদ বাড়ল। সংক্রমণ রোধে আত্মনিয়ন্ত্রণ আগেই শিথিল করা হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে বাজার, দোকান, হোটেল-রেস্টোরাঁ, বার, জিম, সহ নানা ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছিল। এবারও তা বজায় থাকছে। তবে রাতের চলা ফেরা নিয়্ন্ত্রণে প্রশাসনকে আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নবান্ন। স্টাফ স্পেশাল ট্রেন চলবে। তবে, এবারও লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে নতুন করে কোনও অনুমতি রাজ্যের তরফে দেওয়া হয়নি। যদিও সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। রুদ্ধদ্বারে মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে সরকারি অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়। তবে রাত ৯টা থেকে ভোার ৫টা পর্যন্ত চলাফেরায় যে নিষেধাজ্ঞা ছিল, তা বহাল থাকবে। স্বাস্থ্য পরিষেবা, আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত পরিষেবা এবং অন্যান্য জরুরি পরিষেবা ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন এবং রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। গত ১৪ জুলাই জারি করা সেই নিয়ন্ত্রণবিধি কার্যকর ছিল ৩০ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার সেই বিধিনিষেধের মেয়াদ ১৫ অগস্ট পর্যন্ত বাাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে সরকার।
এ ছাড়া সার্বিক ভাবে করোনা বিধি যাতে যথাযথ ভাবে পালন করা হয় তাতেও কড়া নজর রাখতে বলা হয়েছে নতুন নির্দেশিকায়। এ ব্যাপারে জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনারেটগুলিকে সচেতন থাকতে বলা হয়েছে। একই সঙ্গে মাস্ক পরা, দৈহিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কি না সে ব্যাপারেও কড়াকড়ি করার নির্দেশ দেওয়া হয়েছে।