১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো এবং বাস চালানোর অনুমতি দিল্লি সরকার। সোমবার থেকেই এই ছাড় কার্যকর হতে চলেছে। তবে আসন সংখ্যার বাইরে যাত্রী তোলা যাবে না বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। অর্থাৎ যতগুলো আসন থাকবে, তত জনই যাত্রী উঠবেন বাস এবং মেট্রোতে। এত দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা চালাচ্ছিল মেট্রো এবং বাস। দিল্লিতে এখন সংক্রমণের হার অনেকটাই নেমেছে। এপ্রিলের শেষ সপ্তাহে যে হার ৩৬ শতাংশে পৌঁছেছিল তা এখন কমে হয়েছে ০.০৯ শতাংশ। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই মেট্রো এবং বাসে ১০০ শতাংশ যাত্রী পরিবহণে সায় দিল সরকার।
অন্যদিকে, ডিসেম্বরের মধ্যে ভারতের কত শতাংশ জনতার টিকাকরণ? রাজ্যসভায় জানতে চেয়েছিলেন ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। কিন্তু যথাযথ উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। ওই অংশের ভিডিয়ো টুইট করলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা। গত ২০ জুলাই টিকাকরণ নিয়ে তৃণমূলের প্রশ্নের উত্তর না দেওয়ায় ওয়াকআউট করেছিলেন দলের সাংসদরা। ওই দিনের ভিডিয়ো টুইট করেছেন ডেরেক (Derek O'Brien)। সেখানে দেখা যাচ্ছে, তিনি প্রশ্ন করছেন,'২০২১ সালে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের কত মানুষের 'দুটি ডোজের টিকাকরণ সম্পূর্ণ হবে? কারণ এখনও তা ৫ শতাংশের নীচে।' কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) জবাব দেন, 'আমরা চেষ্টা করছি দেশের সব নাগরিকদের যতটা তাড়াতাড়ি সম্ভব দেওয়া হবে। দ্বিতীয় ডোজ দেওয়াও শুরু হয়েছে। বেড়েছে টিকার উৎপাদন।' তখন ডেরেক আপত্তি করেন,'এটা উত্তর হতে পারে না।'