শততম টেস্ট খেলতে নামলেন বিরাট কোহলি

A G Bengali
আজকের ম্যাচে টিমের অন্যতম ব্যাটার হিসেবে মাঠে নামলেন বিরাট কোহলি। আজ তাঁর শততম টেস্ট ম্যাচ। শততম টেস্ট খেলতে নামলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শুরুর আগে রাহুল দ্রাবিড়ের হাত থেকে স্মারক পেলেন বিরাট। সেই মুহূর্তে পাশে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। গ্যালারিতে রয়েছেন বিরাটের দাদা বিকাশ কোহলীও। দল, সতীর্থদের আগে নিজের পরিবারের কথা উঠে এল বিরাটের মুখে। বিরাটের হাতে স্মারক তুলে দেওয়ার দ্রাবিড় বলেন, “এই সম্মান ওর প্রাপ্য, এটা ও অর্জন করে নিয়েছে। আমরা সাজঘরে যেমন বলি, এটাকে দ্বিগুণ করো।” ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার দ্রাবিড়। তাঁর হাত থেকে এই সম্মান পেয়ে খুশি বিরাটও। স্মারক হিসাবে একটি টুপি দেওয়া হয় বিরাটকে।


আর সেই টুপি হাতে নিয়ে বিরাট বলেন, “ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব স্পেশাল মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের ছাড়া সেটা সম্ভব হত না। বিসিসিআই-কে ধন্যবাদ। এই সম্মান এর থেকে ভাল কারও হাত থেকে পাওয়া সম্ভব ছিল না। আমার ছোটবেলার হিরো। অনূর্ধ্ব ১৫ দলে খেলার সময় রাহুল ভাইয়ের সঙ্গে তোলা ছবিটা এখনও আছে আমার কাছে।” বিরাটের সংযোজন, “এখনকার সময় প্রচুর ক্রিকেট খেলা হয়। তিন ধরনের ক্রিকেট, আইপিএল। আগামী প্রজন্ম আমার কাছ থেকে একটা জিনিস নিতে পারে। ক্রিকেটের কুলীনতম ধরনে ১০০টি ম্যাচ খেলেছি আমি।”

Find Out More:

Related Articles: