সাধারণের জন্য লোকাল ট্রেন এখনও চালু না হওয়ায় রেলপথের সমান্তরাল বেশ কিছু রুটের বাসে এ দিন ভিড় হয়েছিল ভালই। অভিযোগ, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধি মানেনি বহু বাসই। অধিকাংশ রুটেই যাত্রীদের থেকে দেদার বেশি ভাড়া আদায় করা হয়েছে বলেও অভিযোগ। তবে, এ দিন সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ব্যারাকপুর-সলপ রুটে সম্পূর্ণ ভুয়ো ভাড়ার তালিকা দেখিয়ে যাত্রীদের থেকে যথেচ্ছ ভাড়া আদায়ের ঘটনা। ২০১৮ সালের সরকারি বিজ্ঞপ্তির অনুকরণে তৈরি করা হয়েছিল ভাড়ার ওই ভুয়ো তালিকা। যা দেখিয়ে ১২ থেকে শুরু করে ৩২ টাকা পর্যন্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায়ের অভিযোগ উঠেছে।
অন্যদিকে, আরও কমল দৈনিক কোভিড সংক্রমণ (COVID-19)। গতকাল নেমেছিল দেড় হাজারের কমে। শনিবার আক্রান্ত ১৪০০-র নীচে নামল। সংক্রামিত হয়েছেন ১ হাজার ৩৯১ জন। ২১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ১৫টি জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু (Covid Death) হয়নি। সেরে উঠেছেন ১ হাজার ৮১৯ জন। এ দিন ৩ লক্ষের বেশি মানুষকে টিকা (COVID Vaccination) দেওয়া হয়েছে। শিথিল হয়েছে বিধিনিষেধ (West Bengal Restrictions)। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শনিবার সংক্রমিতের সংখ্যা ১,৩৯১। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪২২ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫২ হাজার ৭৬১ জনের। সংক্রমণের হার ২.৬৪ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১২৮। ১৪২ জন আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ৭২, ৮০ ও ৬৬। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৯ হাজার ২৮০ জন।