আবার দাম বাড়ল রান্নার গ্যাসের
প্রসঙ্গত, প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের দাম সংশোধন করে। এপ্রিলে ১০ টাকা কমানো হয়েছিল গ্যাসের দাম। পয়লা মে কোনো দাম বাড়ানো হয়নি। ফেব্রুয়ারি ও মার্চে দাম বাড়ানো হয়েছিল। আর এবার জুলাইয়ের শুরুতেই ২৫ টাকা বাড়ানো হল দাম। এদিকে, বাকি মেট্রো শহরগুলির তুলনায় গ্যাসের দামে শীর্ষেই রইল কলকাতা।১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মুম্বই এবং দিল্লিতে হল ৮৩৪ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে তা ৮৫০ টাকা ৫০ পয়সা। কলকাতায় তা ৮৬১ টাকা। দেশে পেট্রোপণ্যের দাম ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে। গত কয়েক সপ্তাহে পেট্রল-ডিজেলের দাম মাত্রা ছাড়া হয়েছে। কিছু শহরে ১০০ টাকা ছাড়িয়েছে এবং অধিকাংশ শহরেই পেট্রলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছুঁইছুঁই। সেই পরিস্থিতিতেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে দাম বাড়ল এলপিজি-র।