সামান্য উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতালের তরফে জানানো হয়েছে, চেতনা রয়েছে তাঁর। সজাগ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কথাও বলছেন তিনি। তবে এখনও বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে বুদ্ধদেবকে। হাসপাতাল জানিয়েছে, এই মুহূর্তে প্রতি মিনিটে ৪ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে বুদ্ধদেবকে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানানো হয়েছে। এই মুহূর্তে তাঁর হৃদ্স্পন্দনের মাত্রা প্রতি মিনিটে ৫৪।
অন্যদিকে, প্রায় দেড় মাস পর দৈনিক আক্রান্ত নেমেছিল ২ লক্ষের নীচে। কিন্তু বুধবার তা ফের ২ লক্ষের গন্ডির উপরে উঠল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। মোট আক্রান্ত পৌঁছল ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ০৯৩ জনে। বুধবার ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ হাজার ১৫৭ জন। বৃহস্পতিবার সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩ হাজার ৮৪৭ জনে। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫। মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । তারপর রয়েছে কর্ণাটক। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ২ লক্ষ ৪৩ হাজার ১৩৫। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ৯৫১ জন। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৪ লক্ষ ১৯ হাজার ৯০৭ জন। তবে টিকাকরণও চলছে পাশাপাশি। এখনও পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ২০ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৮৭৪ জন।