গ্রেফতারির পর ঘটনাক্রম
* সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। নিয়ে আসা হয় নিজাম প্যালেসে
* মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসের সিবিআই দফতরে ৬ ঘণ্টা থাকেন
* নিজাম প্যালেসের বাইরে তুমুল বিক্ষোভ হয়
* নিম্ন আদালত চার নেতা-মন্ত্রীকে অর্ন্তবর্তী জামিন দেয়
* রাতেই সিবিআইয়ের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নিম্ন আদালতের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
১৮ মে, ২০২১
* চার নেতা-মন্ত্রী আদালতে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেন
১৯ মে, ২০২১
* শুনানি চলে দীর্ঘক্ষণ, তারপর শুনানি স্থগিত হয়
২০ মে, ২০২১
* শুনানি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ বশত শুনানি হয়নি
২১ মে, ২০২১
* চার নেতা-মন্ত্রীকে গৃহবন্দির নির্দেশ।
* নারদ-মামলা শুনানির জন্য পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট।
২৪ মে, ২০২১
আগামী সোমবার সকাল ১১টায় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হবে ওই মামলার শুনানি। ফলে ফের ওইদিন নারদ-মামলার শুনানি প্রথম থেকে হবে বলে জানা যাচ্ছে।