রাজ্যে নতুন করে আক্রান্ত প্রায় ২১ হাজার

A G Bengali
গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন ১৩৬ জন। বাংলায় এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ১২,৯৯৩। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের (COVID Cases) সংখ্যা ২০,৮৪৬।শুক্রবার রাতে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ১৩৬ জন কোভিড রোগীর মধ্যে উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বাসিন্দা যথাক্রমে ৪২ ও ৩৪। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনায় ১২ জন মারা গিয়েছেন। দার্জিলিঙে ৬, হাওড়া, হুগলি এবং বীরভূমে ৫ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি, নদিয়া, বাঁকুড়া এবং দুই দিনাজপুরে ৪ জন করে আক্রান্ত করোনার শিকার হয়েছেন। মুর্শিদাবাদে ৩ এবং পশ্চিম বর্ধমানে ২ জন আক্রান্ত মারা গিয়েছেন। পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১২ হাজার ৯৩৩ জন মারা গেলেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৩১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬.৭৮%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৭৯২ জন। বৃহস্পতিবারের বুলেটিনে সংক্রমণের দৈনিক হার ছিল ২৮.৯১ শতাংশ। তবে শুক্রবার তা বেড়ে ২৯.৭৫ শতাংশ হয়েছে। সংক্রমণ রুখতে টিকাকরণ এবং কোভিড টেস্টের উপর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শুক্রবার সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৪৩ হাজার ৭৫২ জনকে টিকা দেওয়া হয়েছে। অন্য দিকে, রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ১ দিনে কোভিট টেস্ট হয়েছে ৭০ হাজার ৫১টি।

Find Out More:

Related Articles: