বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা দিলেন তিনি। তা গ্রহণ করে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রাজ্যপাল টুইট করেন,''বিধানসভা ভোটে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয়বারের জন্য মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন। আশা করছি, রাজ্যের অতীত গৌরব পুনরুদ্ধার করবেন তিনি।''
অন্যদিকে, রবিবারে তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গঠনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবারই জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মমতা। সেখানে ঠিক হয়েছে, বিধানসভার স্পিকারের চেয়ারে আবারও বসতে চলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। পরিষদীয় দলের নেতা হিসাবে মমতার নাম ঠিক হওয়ার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলনেত্রী ঠিক করবেন, কে কোন দফতরের দায়িত্ব সামলাবেন। সোমবারের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি, ৬ ও ৭ মে শপথ নেবেন নবনির্বাচিত বিধায়করা। প্রসঙ্গত, কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে এনে যোগ্য জবাব দিয়েছেন বিধায়করা, নবনির্বাচিতদের সঙ্গে বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাবধানীও হওয়ার বার্তাও দিলেন তিনি। বিধায়কদের মনে করিয়ে দিলেন, ‘‘বিধায়ক হয়ে গিয়েছি বলে অহঙ্কার করলে চলবে না। জিতেছেন মানে, দায়িত্ব বেড়েছে।’’ তৃণমূলের জয়ের পর দেশের একাধিক বিজেপি বিরোধী দলের নেতৃত্ব মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই কথা স্মরণ করে মমতা বলেছেন, ‘‘আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছেন। দেশের সব বিরোধীরা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।’’