মমতাকে জয়ে শুভেচ্ছা মোদীর

frame মমতাকে জয়ে শুভেচ্ছা মোদীর

A G Bengali
প্রধানমন্ত্রী (PM Narendra Modi) টুইট করেছেন,''দলকে আর্শীবাদ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের ধন্যবাদ জানাচ্ছি। আগে বিজেপির তেমন শক্তি ছিল না। তা তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। মানুষের সেবা করে চলবে বিজেপি। সকল কর্মীদের সাধুবাদ জানাচ্ছি।'' তৃণমূল নেত্রীর উদ্দেশে মোদীর (PM Modi) বার্তা,''পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলার মানুষের স্বপ্নপূরণ ও কোভিড মোকাবিলায় সবরকম সহযোগিতা করবে কেন্দ্র।''

অন্যদিকে, বাম, কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্যে ১টি আসনে জয় পেয়েছে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ। কিন্তু বামেদের সব শরিক দলের পাশাপাশি কংগ্রেসের ঝুলিও শূন্য হয়ে গেল। নীলবাড়ির লড়াইয়ের ফল বলছে রাজ্যে ২ লোকসভা আসনের অধিকারী কংগ্রেসের অধিকারে নেই কোনও বিধানসভা আসন। রাজ্যের অন্যত্র কংগ্রেস খারাপ ফল করবে, এমনটা আগে থেকেই আন্দাজ করা গেলেও প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গড় মুর্শিদাবাদেও এমনটা হবে সেটা ভাবেনি রাজনৈতিক মহল। মুর্শিদাবাদের পাশে গনি খানের জেলা মালদহেও একই ফল। রাজ্যের অন্যত্র কংগ্রেস খারাপ ফল করবে, এমনটা আগে থেকেই আন্দাজ করা গেলেও প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গড় মুর্শিদাবাদেও এমনটা হবে সেটা ভাবেনি রাজনৈতিক মহল। মুর্শিদাবাদের পাশে গনি খানের জেলা মালদহেও একই ফল। রাজ্যের অন্যত্র কংগ্রেস খারাপ ফল করবে, এমনটা আগে থেকেই আন্দাজ করা গেলেও প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গড় মুর্শিদাবাদেও এমনটা হবে সেটা ভাবেনি রাজনৈতিক মহল। মুর্শিদাবাদের পাশে গনি খানের জেলা মালদহেও একই ফল।  ২০১৬ সালে এই জেলায় ১২-র মধ্যে ৮ আসনে জয় পায় কংগ্রেস। ২০১৯ সালের হিসেবে সেটা কমে হয় ৪ আর এ বার শূন্য।

Find Out More:

Related Articles:

Unable to Load More