বুধবার মাথাভাঙা হাসপাতালে মমতা

A G Bengali
মঙ্গলবার গাঁধী মূ্র্তির পাদদেশে সকাল ১২টা থেকে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। ধর্না শুরু করার পরেই একের পর আঁকার সরঞ্জাম বার করতে থাকেন তিনি। ধর্নার সময়টুকু ছবি আঁকবেন বলে তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ক্যানভাস, কাগজ, রঙ, তুলি। ছিল ছোট দুটি টেবিলও। সব সাজিয়ে কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই ছবি আঁকতে শুরু করেন মমতা। পাশাপাশি, শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনার পরের দিনই সেখানে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। দেখা করতে চেয়েছিলেন মৃতদের পরিবারের সদস্যদেরও সঙ্গে। কিন্তু ঘটনা হল, শীতলকুচি গুলিকাণ্ডের পর কড়া পদক্ষেপ করে কমিশন। নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়, আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ ৩ দিন কোচবিহারে ঢুকতে পারবেন না কোনও রাজনৈতিক দলের নেতা-নেত্রীই। ফলে আটকে যায় মমতার সফরও। এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর কমিশনের বিরুদ্ধে পাল্টা সুর চড়ান তৃণমূলনেত্রী। টুইট করেন, 'EC-র উচিৎ MCCর (Model Code of Conduct) নাম পরিবর্তন করে Modi Code of Conduct রাখা উচিৎ। বিজেপি সমস্ত চেষ্টা প্রয়োগ করেও মানুষের সঙ্গে আমার দেখা করে তাঁদের দুঃখ বেদনা ভাগ করে নেওয়া আটকাতে পারবে না। ওরা কোচবিহারের ওর ৩ দিন ভাইবোনদের সঙ্গে দেখা করায় বাধা দিতে পারে। তবে চতুর্থ দিন আমি সেখানে যাবই'।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি ইতিমধ্যে এই তিন ঘণ্টায় আঁকা ছবিগুলি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগেও মুখ্যমন্ত্রীর আঁকা ছবি উঠে এসেছে নানা মুহূর্তে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মধ্যে মমতার উপর জারি করা নিষেধাজ্ঞা, তার প্রতিবাদে ধর্না, সাক্ষী রইল ওই কয়েকটি ছবি।


Find Out More:

Related Articles: