জেড স্তরের নিরাপত্তা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

A G Bengali
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে থাকাকালীন জেড পর্যায়ের নিরাপত্তা পাবেন রাজীব। এই ব্যবস্থায় একজন কমান্ডান্ট পর্যায়ের অফিসার-সহ রাজীবের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২৪ জন সিআরপিএফ কর্মী। পশ্চিমবঙ্গের বাইরে তাঁর জন্য বহাল থাকবে ওয়াই পর্যায়ের নিরাপত্তা। গত শুক্রবার বিধায়ক পদ এবং দল ছেড়েছিলেন রাজীব। শনিবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো চার্টার্ড বিমানে বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, পার্থসারথি চট্টোপাধ্যায়, প্রবীর ঘোষালদের সঙ্গে নিয়ে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের বাড়িতে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। তার ঠিক দু’দিনের মাথাতেই জেড স্তরের নিরাপত্তা পেলেন রাজীব।
অন্যদিকে, বিশেষ বিমানে রাজীব বন্দ্যোপাধ্য়ায়দের দিল্লিযাত্রা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। সোমবার শিলিগুড়ির (Siliguri) উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'কোটি কোটি টাকার চুরি-ডাকাতি করেছে, তাদের চার্টার্ড প্লেনে দিল্লি নিয়ে যাচ্ছে।' সদ্য প্রাক্তন নেত্রীর এহেন মন্তব্যের জবাব দিতে চাননি রাজীব (Rajib Banerjee)। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের একাংশকে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল। তাঁদের ট্রেনের ভাড়া নিয়ে দিল্লি-কলকাতা একপ্রস্ত বিবাদও শুরু হয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'তোমাদের কাছে পয়সা থাকে না, একটা ট্রেনের টিকিট করে দেওয়ার! আর কোটি কোটি টাকার চুরি ডাকাতি করেছে, তাদের চার্টার্ড প্লেনে দিল্লি নিয়ে যাচ্ছে। আহা কত সুন্দর, কী সুন্দর!' নেত্রী নাম না করে আক্রমণ করলেও প্রত্যাঘ্যাত করলেন না রাজীব (Rajib Banerjee)। সাংবাদিকদের প্রশ্নে তাঁর প্রতিক্রিয়া,'আমি শুনিনি। কোনও মন্তব্য করব না।'

Find Out More:

Related Articles: