হাওড়া স্টেশনে যাত্রী-বিক্ষোভ। তার জেরে লোকাল ট্রেন চালাতে রেলকে বৈঠকে বসার প্রস্তাব দিল পশ্চিমবঙ্গ সরকার। পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত প্রধান সচিব এইচকে দ্বিবেদী জানালেন, কোভিড বিধি মেনে সাধারণ যাত্রীদের জন্য সকাল ও দুপুরে ট্রেন চালাতে চায় রাজ্য সরকার। রেলের ‘স্টাফ স্পেশ্যাল’ ট্রেনে ওঠা নিয়ে প্রায়ই ঝামেলা লেগে থাকছে বিভিন্ন স্টেশনে। এ দিনও হাওড়ায় ট্রেনে ওঠা নিয়ে ফের যাত্রী এবং রেলপুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়। ধুন্ধুমার কাণ্ড বাধে। পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। অভিযোগ, অবস্থা আয়ত্তে আনতে রেলপুলিশ লাঠিও চালিয়েছে। ওই ঘটনার পরই অসন্তোষ প্রকাশ করে লোকাল ট্রেন পরিষেবা শুরুর বিষয়ে রেলকে চিঠি দিয়েছে রাজ্য। তবে চিঠিতে বলা হয়েছে, লোকাল ট্রেন চালু হলেও কঠোর ভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। তবেই লোকাল ট্রেন চালানোর বিষয়ে রাজ্য তাদের অনুমতি দেবে।
Find Out More: