লকডাউন শেষ হলেও করোনা এখনও বিদায় নেয়নি। সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক মাসে দেশবাসীর চেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই শুধরেছ। কিন্তু সেই পরিস্থিতি থেকে ফের নতুন করে করোনার বাড়বাড়ন্ত মেনে নেওয়া যায় না, বললেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমছে। গতকাল সোমবারই কেন্দ্র নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেল জানিয়ে দিয়েছে, করোনার শিখর পেরিয়ে এসেছে দেশ। তবে একই সঙ্গে করোনা সংক্রান্ত বিধিনিষেধে বিন্দুমাত্র ঢিলেমি দেওয়া চলবে না বলেও বার্তা দিয়েছেন কমিটির সদস্যরা। প্রধানমন্ত্রীর ভাষণেও সেই সতর্কবার্তা।
তিনি বলেন, ''জীবনধারণের জন্য অধিকাংশ মানুষকেই রোজ ঘর থেকে বেরোতে হচ্ছে। উৎসবের মরসুমে বাজারেও সুদিন ফিরেছে। তবে লকডাউন শেষ হলেও ভাইরাস চলে যায়নি। গত ৭-৮ মাসে প্রতিটা ভারতীয়র চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তা বিগড়োতে দিলে চলবে না।'' মোদী আরও বলেন,''পাকা ফসল দেখে আত্মবিশ্বাসী হয়ে উঠি। কিন্তু ফসল যতক্ষণ না ঘরে আসে, ততক্ষণ আনন্দ করা উচিত নয়। তেমনই কোভিডের বিরুদ্ধে পুরোপুরি সাফল্য না আসা পর্যন্ত অসতর্ক হওয়ার অবকাশ নেই। করোনার বিরুদ্ধে লড়াই একচুলও কমজোর পড়তে দেব না।''
Find Out More: