মহরমের তাজিয়ায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

A G Bengali
করোনা পরিস্থিতিতে দেশজুড়ে মহরমের তাজিয়ার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই অতিমারি পরিস্থিতিতে তাজিয়া বের করার অনুমতি দিলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷ মহরমে তাজিয়া বের করার অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেন এক ব্যক্তি৷ বৃহস্পতিবার তারই শুনানি ছিল৷ শীর্ষ আদালতের বক্তব্য, এই পরিস্থিতিতে তাজিয়া বের করলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর সংক্রমণ ছড়ানোর দায় চাপানো হবে, তাঁদের টার্গেট করা হবে৷ প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আজ রায় ঘোষণা করে বলেছে, ‘‘সাধারণ ভাবে সারা দেশ জুড়ে মহরমের শোভাযাত্রার জন্য অভিন্ন অনুমতি দেওয়া সম্ভব নয়। কারণ, সে ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড-১৯ সংক্রমণের জন্য একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে দোষারোপ করা হবে। আমরা বর্তমান পরিস্থিতিতে মহরমের শোভাযাত্রার অনুমতি দিয়ে একটি ধর্মীয় গোষ্ঠীকে সমস্যায় ফেলতে চাই না।’’ জনস্বার্থ মামলার আবেদনকারী সইদ কালবে জাভেদের যুক্তি ছিল, জৈনদের ধর্মীয় অনুষ্ঠানের শেষ দু’দিনের প্রার্থনার জন্য মুম্বইয়ের তিনটি উপাসনাস্থল খোলার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রার জন্য একই রকম অনুমতি দেওয়া হয়েছিল। তাই মহরমের ক্ষেত্রেও কিছু আইনি শিথিলতার আর্জি জানিয়েছিলেন তিনি। 

Find Out More:

Related Articles: