রবিবার ১৪ ঘণ্টার জনতা কার্ফুর ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

A G Bengali

দেশ জুড়ে এখন করোনা ভাইরাস এখন মহামারীর আকার ধারণ করেছে। সারা বিশ্ব করোনা আতঙ্কে কাঁপছে। ভারত সরকারও পদক্ষেপ নিয়েছে এই ভাইরাস মোকাবিলায়। এবার সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাত আটটা নাগাদ ভাষণে আগামী রবিবার ১৪ ঘণ্টার জনতা কার্ফুর ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘ সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত ঘরে থাকুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না। চিকিৎসা, স্বাস্থ্য, জনসেবা, সংবাদ মাধ্যমের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য বিকেল পাঁচটায় অভিনন্দন জানাই। ঘণ্টা, কাঁসর, থালা বাজিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর ববিরারের আগে পর্যন্ত সবাই এই জনতা কার্ফুর খবর সবাইকে ছড়িয়ে দিন।’’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Here are some of India’s efforts towards combatting the menace of COVID-19 Novel Coronavirus.

A post shared by Narendra Modi (@narendramodi) on

Find Out More:

Related Articles: