প্রস্তুতি কম, নাকি অবজ্ঞা, কোনটা থেকে এত ভুল উচ্চারণ ?
ভারতের মাটিতে পা দেওয়ার আগে বিমান থেকেই হিন্দিতে টুইট করছিলেন ট্রাম্প। তখনই অনেকে ধরে নিয়েছিলেন, ভারতবাসীর মন জয় করতে ট্রাম্প তাঁর বক্তৃতাতেও নিশ্চয়ই ভারতীয় অনেক কিছুর কথাই বলবেন। ঠিকই। ট্রাম্প-ভাষণে স্বামী বিবেকানন্দ থেকে বেদ, সচিন থেকে শোলে— সবই এল, কিন্তু লাগাতার ভুল উচ্চারণে!
যথাযথ প্রস্তুতির অভাব! নাকি উচ্চারণে উদাসীন থাকাটা নিজের ক্ষমতা জাহির? সোমবার মোতেরায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায় একাধিক শব্দের ভুল উচ্চারণ শোনার পরে রসিকতার সঙ্গেই এমন নানা প্রশ্ন ঘুরপাক খেল সমাজমাধ্যমে। প্রশ্ন তুলেছেন ভাষাতাত্ত্বিকেরাও।
ট্রাম্পের মুখে বিবেকানন্দ হয়ে গেলেন ‘বিবে কা মন্নন’। বেদ, অর্থাৎ ভেদাস হয়ে গেল ‘ভেস্তাস’। আর নরেন্দ্র মোদীকেই বলে বসলেন, ‘চিয়াওল্লাহ’ (চায়েওয়ালা)। একই ভাবে ক্রিকেট-আইকন সচিন ট্রাম্পের মুখে হয়েছেন ‘সুচ্চিন’! ‘শোলে’-র কথা বলতে গিয়ে তিনি বলেছেন ‘শোজে’। বক্তৃতার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ফেসবুক-টুইটারে এই ভুল উচ্চারণ নিয়ে শুরু হয়ে যায় রঙ্গ-রসিকতা। মার্কিন প্রেসিডেন্ট কোন কোন শব্দের উচ্চারণ ভুল বলেছেন, সেই তালিকাও দেদার ঘুরেছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে টিপ্পনি। কেউ বললেন, ‘‘সচিনের নাম ট্রাম্প যে-ভাবে বললেন তাতে বোঝাই যাচ্ছে যে, তিনি ক্রিকেট কত ভালবাসেন!’’ কারও কটাক্ষ, ‘‘নেমন্তন্ন-বাড়িতে গিয়ে অচেনা লোকজনের সঙ্গে মিশতে গিয়ে আমার যা হয়, এ সব উচ্চারণ করতে গিয়ে ট্রাম্পের অবস্থাও তেমনই হয়েছে।’’ কেউ বললেন, ‘‘ভুলটাও প্যাকেজেরই মধ্যে ছিল।’’ মোদী নিজের বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্টকে বলেন ‘ডোলান’ ট্রাম্প। ছড়িয়ে পড়ে সেই ভিডিয়োও।
তবে লঘু রসিকতা ছাপিয়ে অনেকেই সমালোচনায় বিঁধেছেন মার্কিন প্রেসিডেন্টকে। তাঁদের বক্তব্য, এমন গুরুত্বপূর্ণ বক্তৃতার আগে তাঁর প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া উচিত ছিল। অনেকে আবার বলেছেন, ট্রাম্প নিজের ক্ষমতার গর্বে এতটাই গর্বিত যে, উচ্চারণ ঠিক করা উচিত, তা মনেই হয়নি। এক জন বিদেশির মুখে এমন ভুল উচ্চারণ কি স্বাভাবিক? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজ ও লিঙ্গুইস্টিক্সের ডিরেক্টর, অধ্যাপক সমীর কর্মকার জানাচ্ছেন, এক জন আম-নাগরিকের ভুল উচ্চারণ আর এক জন রাষ্ট্রপ্রধানের ভুল উচ্চারণকে এক পংক্তিতে ফেলা যায় না। তাঁর কথায়, ‘‘এখন অনেক প্রযুক্তি রয়েছে, যা থেকে খুব দ্রুত ঠিক উচ্চারণ শিখে নেওয়া যায়। আমেরিকা থেকে আসা এক জন সাধারণ নাগরিক ভুল করতেই পারেন। কিন্তু ট্রাম্পের মতো এক জন রাষ্ট্রপ্রধানের অবশ্যই উচ্চারণের ক্ষেত্রে অনেক সতর্ক হওয়া উচিত ছিল। বিশেষত তিনি যখন এমন সব ব্যক্তিত্ব, বিষয়ের কথা বলছেন, যাঁরা একটি দেশের জনগণের কাছে খুব গুরুত্বপূর্ণ।’’