প্রেসিডেন্সী থেকেই কী ঘুরে দাঁড়াবে সিপিএম ? , প্রায় এক দশক পর ছাত্র সংসদে ক্ষমতা পেতে চলেছে এসএফআই

Paramanik Akash
বেশ কয়েক বছর পর সময়ের বিচারে আড়াই বছর পর কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্সীতে ছাত্র সংসদ নির্বাচন হল আজ । ভোট শেষ হওয়ার পর গণনার যে প্রবণতার খবর পাওয়া যাচ্ছে তা থেকে পরিস্কার প্রায় এক দশক পর প্রেসিডেন্সীতে ছাত্র সংসদ দখল নিতে চলেছে সিপিএমের ছাত্র সংগঠন এস এফ আই ।
ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) পদের নির্বাচনে ৫৮টি আসনে এগিয়ে রয়েছে এসএফআই। আইসি এগিয়ে ৫০ আসনে। শেষ পর্যন্ত যদি এসএফআই জিতে যায়, তা হলে তারা দীর্ঘ ৯ বছর পর প্রেসিডেন্সি নিজেদের দখলে নেবে। তবে দু’টি আসন ছিনিয়ে নিয়ে চমক দিল এআইএসএফ। মাত্র কয়েক মাস আগে তারা প্রেসিডেন্সিতে সংগঠন গড়ে ছাত্র ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম বার আত্মপ্রকাশেই তারা দু’টি আসনে জয়ী হয়েছে। তাতে খুশি সংগঠনের সদস্যরা। অন্য দিকে ডিএসও ১টি, এআইএসএ ১টি, এসজিএ ২টি এবং বিজেপি সমর্থিত ২ প্রার্থী এগিয়ে রয়েছেন। এমনটাই খবর জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্রে।
এ দিন প্রেসিডেন্সিতে ভোট শুরু হয়েছে বেলা ১১টার পর। প্রেসিডেন্সির মূল গেট বন্ধ রাখা হয়। বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। চলছে কমিটি গঠনের প্রক্রিয়া। তবে অশান্তির আশঙ্কায় প্রেসিডেন্সির বাইরে রয়েছে পুলিশ বাহিনী।
এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, “এটা গণতন্ত্রণের জয়। আমারা যে ছাত্রছাত্রীদের পাশে রয়েছি, এই ফল দেখে তা বোঝা যাচ্ছে। আমাদের আশা, ভবিষ্যতেও পড়ুয়াদের অধিকারের জন্যে লড়াই চালাব।”
তাৎপর্যপূর্ণ ভাবে সিপিএম এই রাজ্যে গত লোকসভা নির্বাচনে ব্রাত্য হয়ে যাওয়ার পর প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ে এবারের নির্বাচনে যেভাবে ঘুরে দাঁড়াল তা থেকে এটা স্পষ্ট বামপন্থীদের মানুষের আস্থা বাড়ছে ।


Find Out More:

sfi

Related Articles: