সিএএ-এনআরসি এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদীর সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

Akash Paramanik

মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের সময় মোদীকে এদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন ট্রাম্প। গনতন্ত্র ব্যবস্থা কেমন আছে ? কোথায় কোথায় সমস্যা হচ্ছে তা নিয়ে খোলাখুলি আলোচনা করবেন ট্রাম্প মোদীর সঙ্গে । গতকাল শুক্রবার এক প্রেস বিবৃতিতেহোয়াইট হাউসের তরফে শুক্রবার এ কথা জানানো হয়েছে।
ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আমেরিকার গভীর শ্রদ্ধাবোধ রয়েছে জানিয়ে হোয়াইট হাউসের এক পদস্থ কর্তা গত কাল সাংবাদিকদের বলেন, ‘‘ভারত ও আমাদের দেশে যে গণতান্ত্রিক ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার পরিবেশ রয়েছে, তা নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত সফরে বিষয়দু’টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যেমন একান্তে আলোচনা করবেন, তেমনই তা নিয়ে বলবেন প্রকাশ্যেও। এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি অগ্রাধিকার পাবে।’’
সিএএ ও এনআরসি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভারত সফরে প্রধানমন্ত্রী মোদীর কাছে কিছু জানতে চাইবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নে হোয়াইট হাউসের কর্তাটি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘বিষয়গুলি (সিএএ এবং এনআরসি) আমরা জানি। আমরা উদ্বিগ্নও। আমার মনে হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এই দু’টি বিষয় নিয়েই কথা বলবেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়টি ভারতের সংবিধানেই রয়েছে। সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সম্মান দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। বিশ্বের প্রধান চারটি ধর্মের পীঠস্থান ভারত। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।’’ সিএএ-এনআরসি এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদীর সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

Find Out More:

caa

Related Articles: