বিজেপিতে আসতে চেয়ে অমিত শাহকে কত জন তৃণমূলের বিধায়কের চিঠি ? মুকুল রায় বললেন নম্বরটা

GHOSH ARPAN

শোভন চট্টোপাধ্যায় আবার তৃণমূলে ফিরছেন কি না সেই জল্পনার মাঝে চাঞ্জল্যকর দাবি বিজেপি নেতা মুকুল রায়ের। তিনি জানান, বিজেপিতে যোগ দিতে চেয়ে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১০৮ জন বিধায়ক। আর এই দাবির পরেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়ের যখন তৃণমূলে ফেরার প্রস্তুতি একরকম পাকা সেই সময় 'নিরাপত্তা পেলে বিজেপিতে যোগদান করতে চাই।' এমন মর্মে বিজেপি সভাপতি অমিত শাহকে নাকি চিঠি দিয়েছেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। এদিন অমিত শাহকে দেবশ্রী রায়ের চিঠি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মুকুল রায় বলেন, "আমি তো যত দূর জানি অমিত শাহ ভারতীয় জনতা পার্টির সভাপতি। শুধু দেবশ্রী কেন প্রায় ১১০ জন লোক চিঠি দিয়েছেন। সিপিএম, তৃণমূল ও কংগ্রেসও আছে।" এরপরই তাঁর আরও সংযোজন, "আমি তো আগেই তালিকা দেখিয়েছিলাম। তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসতে চাইছেন ১০৮ জন বিধায়ক।"

 

সবমিলিয়ে বুধবার রাজ্য রাজনীতি একেবারে সরগরম। ভাই ফোঁটার দিন শোবন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফোঁটা নিয়ে বেরচ্ছেন এই একটি ছবিই বদলে রাজ্য রাজনীতির সমীকরণ। তারপর থেকেই জল্পনা বেড়ে য়ায়, তাহলে কি ঘরের ছেলে ঘরে ফিরছেন। শোনা যাচ্ছে বৃহস্পতিবার তৃণমূলের বিদায়কদের যে বৈঠক রয়েছে সেখানে ডাকা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে। এখন দেখার জল্পনা সত্যি হয় নাকি শোভন চট্টোপাধ্যায়ের তৃমমূলে যোদ দান গুজব হয়ে রয়ে যায়।


Find Out More:

Related Articles: