মমতার বাড়িতে ধনখড়

Biswas Riya

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ভাইফোঁটা নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে উঠছে না। তাই বিকল্প সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় উপস্থিত হতে পারেন সস্ত্রীক রাজ্যপাল।

তাঁর এই যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে গুঞ্জন চলছিল। তবে সবটাই রাজভবন-কেন্দ্রিক। মুখ্যমন্ত্রী বা নবান্নের তরফে তেমন কিছু জানা যায়নি। শেষ পর্যন্ত শুক্রবার উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পরে মমতার পক্ষ থেকে রাজ্যপালকে জানানো হয়, ভাইফোঁটার দিন সম্ভব হবে না। কালীপুজোর দিন ধনখড় এলে স্বাগত। সেই মতো রাজ্যপাল আজ, রবিবার সন্ধ্যায় সস্ত্রীক মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় উপস্থিত হবেন বলে রাজভবন থেকে জানানো হয়েছে। পর্যবেক্ষকদের মতে,
বিষয়টি তাৎপর্যপূর্ণ।

শনিবার বারাসতে দু’টি কালীপুজোর উদ্বোধন করে ধনখড় বলেন, ‘‘ভাইফোঁটার দিনটা ভাই-বোনের জন্য বিশেষ দিন। ওই দিন আমি স্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে চেয়েছিলাম। মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে আমাকে কালীপুজোর দিন ওঁর বাড়ির পুজোয় আমন্ত্রণ জানিয়েছেন। খুব খুশি হয়েছি আমরা। স্ত্রীকে নিয়েই  মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় যাব।’’

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী ভাইফোঁটার দিনটি তাঁর ‘বৃহত্তর পরিবার’-কে নিয়েই উদ্‌যাপন করেন। ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ দিবস হিসেবেও ভ্রাতৃদ্বিতীয়া পালন করেন তিনি। আর চিরাচরিত ভাবে ওই দিন তাঁর নিজস্ব কিছু কর্মসূচিও থাকে। সে কারণে ওই দিন রাজ্যপালের মতো অতিথিকে আপ্যায়ন করার যথেষ্ট অবকাশ তাঁর হবে না।

 

 


Find Out More:

Related Articles: