ঠান্ডা লড়াই রাজ্যপাল ও রাজ্য সরকারের: কার্নিভালে ডেকে অপমান, দাবি রাজ্যপালের

Paramanik Akash
রাজ্যপলকে অপমান করা হয়েছে এমন ই দাবি তুললেন খোদ রাজ্যপাল জাগদিপ ধনকর । ফের একবার রাজ্যপাল আর রাজ্য সরকার এর মধ্যে দেখা দিল সংঘাত । তাকে রেড রোডে দুর্গা পূজার কার্নিভাল এ ডেকে অপমান করা হোয়াছে বলে অভিযোগ রাজ্যপাল ধনকার এর । রাজ্যপালের দাবি ' 'বাংলায় গণতন্ত্রের কালো অধ্যায় চলছে।'
 রেড রোডের কার্নিভাল এ মুখ্যমন্ত্রীর জন্য আলাদা  মঞ্চ তৈরি করা হয়েছিল এবং রাজ্যপালের জন্য হয়েছিল আলাদা ব্যবস্থা , এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যপাল । তার দাবি কার্নিভালের রাতে অপমানিত বোধ করেছেন তিনি । তাকে সেন্সর করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যপাল । তিনি আরও বলেছেন যে চার ঘন্টা তিনি একটি অনুষ্ঠানে ছিলেন কিন্তু তাকে দেখা যায়নি একবারের জন্যেও । তিনি এতে  দুঃখ পেয়েছেন।  রাজ্যের প্রথম নাগরিক হওয়া সত্বেও তার সঙ্গে এমন ব্যবহার কেন হলএমনই প্রশ্ন তুলেছেন জাগদীপ ধনকার।
রাজ্যপাল বলেছেন, 'কার্নিভালে পুরো সময় আমাকে ব্ল্যাক আউট করে রাখা হল। আমার হৃদয়ও হৃদয়। এই আচরণে জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে' ।  তিনি আরো বলেন 'আমি শপথ নেওয়ার দিনই মুখ্যমন্ত্রী কার্নিভালের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে বেশ কয়েকবার তাঁর তরফে আমাকে এই অনুষ্ঠানের কথা স্মরণ করানো হয়। অথচ অনুষ্ঠানের দিন ২০-২৫ সেকেন্ডের জন্য তিনি আমাকে স্বাগত জানাতে এসেছিলেন। বেরিয়ে আসার সময়ও কোনওক্রমে বিদায় দেন।'
রাজ্যপালের এই অভিযোগের পাল্টা বিরোধিতা করেছে বিধানসভার মুখ্য সচেতক তাপস রায় । তাপস রায়-এর দাবি  'রাজ্যপাল এই কথা বলে থাকলে তা খুবই দুর্ভাগ্যজনক। তাঁকে আলাদাভাবে সম্মান জানাতেই শুধু তাঁর জন্য পৃথক মঞ্চ তৈরি করা হয়েছিল। এই পরস্থিতিতে কেউ কী ভাবে জরুরি অবস্থার কথা আনতে পারেন। অতীতে কোনও রাজ্যপাল এমন কথা বলেছেন বলে শুনিনি। আমি জানি না, উনি কী চাইছেন!'রাজ্যপালের অভিযোগে একমত হয়ে দিলীপ ঘোষ বলেছেন 'উনি যা দেখেছেন তাই বলেছিলেন। উনি কান দিয়ে দেখেন না। চোখ দিয়ে দেখেন।'


Find Out More:

Related Articles: