ভারতে এখন একবগ্গা কট্টর হিন্দুত্বের দাপট ; ‘‘বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসারতাই নেই মোদীর।’’ : অমর্ত্য সেন

Paramanik Akash
নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন আবার মোদীর বিরুদ্ধে মুখ খুললেন । মার্কিন যুক্তরাষ্ট্রের এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তীব্র ভাষায় মোদী সরকারকে আক্রমণ করেছেন বাঙালি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ।
তিনি কোনো রাখঢাক না রেখে সরাসরি বলেছেন , মোদীর আমলে ভারতে ভয়ের রাজনীতি শুরু হয়েছে । তিনি মন্তব্য করেছেন , ‘‘জন স্টুয়ার্ট মিলের কাছ থেকে বড় যে বিষয়টি আমরা জেনেছি তা হল, গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে চলা সরকার। ভোট যে ভাবেই গোনো, আলোচনাকে ভয়ের বস্তু করে তুললে তুমি গণতন্ত্র পাবে না।’’ সঙ্গে তাঁর আক্ষেপ, ভারতে এখন একবগ্গা কট্টর হিন্দুত্বের দাপট। প্রধানমন্ত্রী সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘‘বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসারতাই নেই মোদীর।’’ 
মোদীর সব চেয়ে বড় সাফল্য কি ? ওই সংবাদ পত্রের সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন ,গোধরা মামলা থেকে নিজেকে মুক্ত করা। এর ফলে ২০০২–এর যে–ঘটনায় হাজারের বেশি মানুষ খুন হয়েছিলেন, তার পিছনে মোদীর একটা ভূমিকা ছিল— ভারতে অনেকে তা বিশ্বাসই করেন না। স্টুয়ার্ট মিলের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘মানুষ ভয়ে আছেন। এটা আগে কখনও দেখিনি। আমার সঙ্গে ফোনেও সরকারের সমালোচনার প্রসঙ্গ উঠলে অনেকে বলছেন, ‘‘থাক, দেখা হলে বলব’খন। আমি নিশ্চিত ওরা আমাদের কথা শুনছে।’’ এটা গণতন্ত্রের পন্থা নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ কী চান, সেটা বোঝারও পথ নয় এটা।’’


Find Out More:

Related Articles: