মহালয়ার ভোরে জমজমাট বাবুঘাট;প্রশাসনের অভিনব চেষ্টা গঙ্গায় দূষণ আটকাতে!

Paramanik Akash
আজ মহালায়া ,দেবীপক্ষের সূচনা হল আজ , মায়ের চক্ষুদান হলো আজ । মহলয়ার শুভলগ্নে তর্পণ চলে গঙ্গার ঘাটে। পূর্বপুরুষদের জল দিতে বহু জায়গা থেকে বহু  পুণ্যার্থী এসে ভিড় করে গঙ্গার ঘাটে। সেইরকমই কলকাতার তর্পনের প্রাণকেন্দ্র  বাবুঘাট । ভোর থেকেই শুরু হয়েছে তর্পনার্থীদের ভিড় । 
এই তর্পনের কারণে প্রতিবছর প্রচুর পরিমাণে দূষিত হয় গঙ্গা। তর্পনের ফলে গঙ্গার পরে প্রচুর পরিমাণে ফুল-বেলপাতা দুর্গা এবং প্লাস্টিক।  এই গঙ্গা দূষণ আটকাতে প্রশাসনের পক্ষ থেকে এ বছর নেয়া হয়েছে কড়া ব্যবস্থা , গঙ্গার ঘাট সংলগ্ন কিছুটা অঞ্চল জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তর্পনার্থীরা সেই অংশের বাইরে যেতে পারবেনা,ফুল বেলপাতা অন্যান্য দ্রব্য সমস্তই আটকে যাচ্ছে যার ফলে গঙ্গা দূষণের হাত থেকে, ঘি এবং প্লাস্টিক  গঙ্গায় ফেলা নিষিদ্ধ করা হয়েছে।
  কোন রকম দুর্ঘটনা এড়াতে চত্বরে দেওয়া হয়েছে পুলিশে।  প্রশাসনের তরফ থেকে  পূণ্যার্থীদের সমস্ত রকম সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে , প্রশাসনের এই সদিচ্ছাকে এবং গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচানোর প্রচেষ্টা কে সাদরে গ্রহণ করেছে সাধারণ মানুষ থেকে পরিবেশ কর্মী সকলেই গঙ্গার ঘাটে এসে পুণ্যার্থী বললেন " আমি প্রশাসনের এই কাজকে সমর্থন করি এবং এই ব্যবস্থাটি যেন প্রত্যেক বছর হয় " । 
প্রশাসনের কড়া নিরাপত্তার কারণে মানুষ শান্তিতে স্নান এবং তর্পনের কাজ সুষ্ঠুভাবে সাড়ছে। দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।আজ দেবীপক্ষের সূচনা থেকেই শুরু হয়ে গেল বাংলার শ্রেষ্ঠ উৎসব 'দুর্গাপূজা'।


Find Out More:

Related Articles: