কাশ্মীর, লে, লাদাখের মানুষের সহযোগিতায় জম্মু-কাশ্মীরে এক নতুন যুগের সূচনা হবে।’’

Paramanik Akash
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন । এদিন তিনি গুজরাটে কাটাবেন তাঁর মায়ের কাছে এটা আগে থেকেই ঘোষিত ছিল । তাই এদিন সকালে প্রধানমন্ত্রী গুজরাট চলে যান । সেখানে গিয়ে সর্দার বল্লভভাই পটেলের মূর্তি কাছে যান ।
জন্মদিনেও মোদী ভুললেন না , জম্মু-কাশ্মীরকে । এদিন তিনি বলেন , ‘‘জম্মু-কাশ্মীরের মানুষকে ৭০ বছর ধরে বিচ্ছিন্নাবাদীদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। তবে এখন একটা সিদ্ধান্ত নিয়েছে দেশ। দশকের পর দশক ধরে চলতে থাকা সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়েছে। কাশ্মীর, লে, লাদাখের মানুষের সহযোগিতায় জম্মু-কাশ্মীরে এক নতুন যুগের সূচনা হবে।’’
‘কিছু দিন আগে বিজেপি জানিয়েছিল, জম্মু-কাশ্মীরের ৯২ শতাংশ মানুষই সংবিধানের ৩৭০ ধারা রদের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক। তার পর অমিত শাহ সংসদে জানান, ফারুক আবদুল্লাকে আটকও করা হয়নি। করা হয়নি গ্রেফতারও। মানুষের নিরাপত্তা নিয়ে যখন আর কোনও উদ্বেগ নেই, তখন কেন ফারুককে আটক করা হল? সেটা কি সুপ্রিম কোর্টে ভাইকোর আর্জির প্রেক্ষিতেই?’’
ভাইকোর আর্জির প্রেক্ষিতে সোমবার কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে তাদের বক্তব্য জানাতে বলেছে শীর্ষ আদালত।
জন্মদিনেও কাশ্মীর নিয়ে মোদী এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে । জম্মু-কাশ্মীরের মানুষকে ৭০ বছর ধরে বিচ্ছিন্নাবাদীদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। তবে এখন একটা সিদ্ধান্ত নিয়েছে দেশ। দশকের পর দশক ধরে চলতে থাকা সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়েছে। 


Find Out More:

age

Related Articles: