সিবিআই-এর চিঠির উত্তর দিলো নবান্ন

frame সিবিআই-এর চিঠির উত্তর দিলো নবান্ন

GHOSH ARPAN

গত শুক্রবার রাজীব কুমারের গ্রেফতারির উপর স্থগিতাদেশ তুলে নেয় আদালত। তারপরই সেদিনই বিকেলে বর্তমানে যেখানে রাজীব কুমার রয়েছেন, ৩৪ পার্ক স্ট্রিটের সেই বাসভবনে যান সিবিআই আধিকারিকরা। কিন্তু সেখানে রাজীব কুমার না থাকায়, তাঁর স্ত্রী’র হাতেই শমন দিয়ে আসেন আধিকারিকরা। এমনটাই সূত্রের খবর। তারপর দিন অর্থাত শনিবার সকাল ১০টায় রাজীব কুমারকে তলব করে সিবিআই। কিন্তু যাননি তিনি। সূত্রের খবর, বিকেলে মেল করে সিবিআই-কে তিনি স্ত্রীর অসুস্থতার কথা জানান এবং ২৫ তারিখ পর্যন্ত সময় চান। কিন্তু প্রাক্তন কলকাতা পুলিস কমিশনারকে কোনওরকম কোনও সুযোগ ও সময় দিতে নারাজ সিবিআই। সেদিনই আইনজীবীর সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। আর রবিবার নবান্নে রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবকে চিঠি দিতে যায় সিবিআই। কিন্তু ছুটির দিন থাকায় শুধু রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেওয়া সম্ভব হয় সিবিআই আধিকারিকদের। সোমবার ফের নবান্নে গিয়ে স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবকে চিঠি দেয় সিবিআই।

সেই চিঠিরই উত্তর নবান্ন দিয়ে্ছে বলে জানা গিয়েছে। জি ২৪ ঘন্টার খবর থেকে জানা যায়, চিঠিতে বলা হয়েছে ৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন এডিজি সিআইডি রাজীব কুমার। ১৭ দিনের ছুটিতে আছেন তিনি। পাশাপাশি, চিঠিতে আরও জানানো হয়েছে সিবিআই-এর সমন রাজীব কুমারের বাসভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে।



Find Out More:

Related Articles:

Unable to Load More