সন্ত্রাসের আঁতুড়ঘর

Biswas Riya

জম্মু-কাশ্মীর নিয়ে উত্তেজনা অব্যাহত,আন্তর্জাতিক স্তরেও টানাপড়েন চলছে। আর তার মাঝেই নাম উচ্চারণ না করেই পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সন্ত্রাসে মদত জোগানোয় পড়শি দেশকে সন্ত্রাসের ‘আঁতুড়’ বলে উল্লেখ করলেন তিনি।

বুধবার উত্তরপ্রদেশের মথুরায় ‘স্বচ্ছতা হি সেবা’ অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদী। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘বর্তমানে সন্ত্রাসবাদ একটা আদর্শে পরিণত হয়েছে, যা আর নির্দিষ্ট কোনও দেশের বেড়াজালের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একটা বিশ্বব্যাপী সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার উৎস আমাদের পড়শি দেশেই। আর সেখানেই ফুলেফেঁপে উঠছে সন্ত্রাসবাদ।’’

সন্ত্রসবাদের বিরুধ্যে গোটা বিশ্বকে একজোট হতে আওহ্বান জানিয়ে তিনি বলেন  ‘‘সন্ত্রাসের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে ভারত। ভবিষ্যতেও করবে। এ ব্যাপারে বাকিদেরও এক জোট হতে হবে। যে বা যারা দেশের মাটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেয়, প্রশিক্ষণ দেয়, তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। ভারত নিজেরটা বুঝে নিতে পারবে।’’

তিনি আরও বলেন ‘‘এক শতক আগে আজকের দিনেই শিকাগোয় ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন স্বামী বিবেকানন্দ, আমাদের সংস্কৃতির গভীরতার হদিস পেয়েছিল গোটা বিশ্ব। দুর্ভাগ্যের বিষয়, এই ১১ সেপ্টেম্বরই সবচেয়ে বড় সন্ত্রাস হামলা হয়েছিল, যা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে।’’

 আন্তর্জাতিক মঞ্চেও আক্রমণের জন্য ভারত প্রস্তুত আছে। 

 

 

 


Find Out More:

Related Articles: