শোভন চট্টোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নারদ কর্তা ম্যাথু সামুয়েলকে তলব করেছে সিবিআই ।

Paramanik Akash
 নারদ স্টিং অপারেশনে স্পষ্ট দেখা গেছে শোভন চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে টাকা নিতে । ভিডিও কিলিপিং-এ ছবি সবার সামনে স্পষ্ট হয়েছে । তবে কেন তাঁরা নারদ কর্তা ম্যাথুর কাছ টাকা নিয়েছিলেন তা জানতে চায় সিবিআই । তাই আগামী ১১ সেপ্টেম্বর কলকাতায় সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে তলব করেছে সিবিআই । আগামী বুধবার তাঁদেরকে নিজাম প্যালেসে হাজির হতে হবে । এদিকে , ওই দিনই তলব করা হয়েছে নারদ কর্তা ম্যাথু সামুয়েলকে ।
কণ্ঠস্বরের নমুনা সংগ্রেহের পাশাপাশি ম্যাথুকে শোভন এবং শুভেন্দুর মুখোমুখি বসিয়ে জেরা করাও সম্ভাবনাও রয়েছে। নারদা-কাণ্ডে এর আগে শোভনকে জেরা করেছে সিবিআই। ওই সময় তিনি অবশ্য তৃণমূলে ছিলেন। এখন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। নারদা স্টিং অপারেশেনের ভিডিয়ো ফুটেজ সামনে আসার পর দেখা গিয়েছিল, তোয়ালে মুড়ে তিনি টাকা নিচ্ছেন। কী কারণে তিনি টাকা নিয়েছিলেন? ঠিক কী ঘটনা ঘটেছিল, তা জানতে চান গোয়েন্দারা। একই কারণে শুভেন্দুকেও জেরা করতে চায় সিবিআই।
এই টাকা নেওয়ার কারণ কী ? এর নেপথ্যে অন্য কেউ আছে কিনা তাও জানার চেষ্টা করবে সিবিআই বলে জানা গেছে । ঘুষ নেওয়া যেমন অপরাধ তেমনি দেওয়া অপরাধ । যারা  টাকা নিয়েছে  তাদেরও আরেকবার ডাকল আবার মেথ্যু কেও ডাকল ।


Find Out More:

Related Articles: