শিবপুজো করলেন সোহা

frame শিবপুজো করলেন সোহা

A G Bengali
পটৌডি-কন্যা সোহা আলি খানের শ্বশুরবাড়ির শিবপুজোর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারদিকে। স্ত্রী-কন্যার সঙ্গে নিজের বাপেরবাড়িতে উপস্থিত কুণাল। শিবের আরাধনায় মগ্ন সকলে। ছোট্ট ইনায়া সাদা লেহঙ্গা পরে ঠাকুমার কোলে বসে কৌতূহলী দৃষ্টিতে পুজো দেখছে। কখনও আবার উঠে গিয়ে শিবের মাথায় দুধ ঢালছে তারকা-সন্তান। সোহা এবং কুণালের পোস্ট করা কিছু ভিডিয়ো এবং ছবিতে দেখা গিয়েছে, রকমারি খাবারে থালা-বাটি সেজে উঠেছে। সোহার লেখা থেকে জানা গেল, মধ্যাহ্নভোজনে মেতেছেন সকলে। ইনায়া নিজের ছোট ছোট হাতে খাবার পরিবেশন করছে। কুণাল অবশ্য মেয়ের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। ২০০৯ সালে একটি ছবির সেটে আলাপ সোহা এবং কুণালের। তার পর সেই আলাপ থেকেই বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালবাসা। ২০১৪ সালে প্যারিসে আংটিবদল করেছিলেন কুণাল-সোহা। ২০১৫ সালে দেশেই বিয়ে সারেন সইফ আলি খানের বোন। ২০১৭ সালে ছোট্ট ইনায়ার জন্ম দেন তারকা-দম্পতি।



অন্যদিকে, মহা শিবরাত্রির দিন সক্কাল সক্কাল প্রভাস তাঁর ইনস্টাগ্রামে এই খবর জানিয়ে লিখলেন, আদিপুরুষের ৩ডি রিলিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড আগামী ১২ জানুয়ারি, ২০২৩। তানাজী ছবি খ্যাত পরিচালক ওম রাউতের এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে বলিউডের নায়িকা কৃতী স্যাননকে। এছাড়াও রয়েছেন সইফ আলি খান। ছবিতে প্রভাসকে দেখা যাবে শ্রী রামের চরিত্রে। সইফকে দেখা যাবে লঙ্কেশ্বর রাবণের ভূমিকায় এবং খুব স্বাভাবিকভাবেই কৃতী রয়েছেন সীতার চরিত্রে। মুম্বই এবং হায়দরাবাদ মিলিয়ে এই ছবির শ্যুটিং হয়েছে। এই ছবির জন্য ইন্টেন্স বডি ট্রেনিং করেছেন প্রভাস। রামের চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার জন্য ধনুর্বিদ্যাও শিখেছেন।

Find Out More:

Related Articles:

Unable to Load More