যত দোষ সবই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়।

frame যত দোষ সবই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়।

Paramanik Akash
[10:00 PM, 8/26/2019] Bhootnath Paramanik: যত দোষ সবই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়।
তাহলে  দিদির কাছে অনুরোধ করবো আপনি সেইসব ডাক্তারদের কাছে জিজ্ঞেস করুন?
 
1) যখন কোন ডাক্তার বিনা কারণে বা মৃত্যু হওয়ার পরেও কোন রোগীকে কাচের ঘরে রাখে শুধুমাত্র লাখ লাখ টাকা বিল বাড়ানোর জন্য এটা কি ডাক্তারদের অন্যায় নয়??
2) একজন রোগীকে তার কাছ থেকে ভিজিট নেওয়ার আশায় যখন বহুবার বিভিন্ন কারণ দেখিয়ে তাকে ডাকা হয় এটা কি অন্যায় নয়??
3) একজন সিনিয়র ডাক্তার বহু প্রাইভেট চেম্বার খুলে বসে থাকেন মোটা টাকা ইনকামের আশায় যার ফলে অধিকাংশ সময়ই জুনিয়র ডাক্তারদের উপরই হাসপাতালে সাধারণ মানুষের নির্ভর করতে হয় যেটা রোগী মৃত্যুর বা ভুল চিকিৎসার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এটা কি অন্যায় নয়??
4) একজন রোগীকে যেখানে দুটো টেষ্ট করলেই যথেষ্ট হয় সেখানে ডাক্তারবাবুরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে বহু প্রকার টেস্ট দিয়ে থাকেন যেটা অধিকাংশ মানুষের পক্ষে একটা ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়ায় এটা কি অন্যায় নয়??
 এ ধরনের বহু অন্যায়ের মুখোমুখি রোগী এবং রোগীর পরিবার হয়ে থাকে আজ ডাক্তাররা আক্রান্ত এটা সত্যি একটা নিন্দনীয় বিষয় কিন্তু প্রতিনিয়ত কত শত শত রোগীর মৃত্যু হচ্ছে ডাক্তারদের অবহেলায় বা ভুল চিকিৎসায়। যেগুলো মিডিয়া বা লোক চক্ষুর অন্তরালে থেকে যায়।
  কয়টা রোগীর পরিবারের ক্ষমতা বা সামর্থ্য থাকে ডাক্তারদের বিরুদ্ধে ভুল চিকিৎসার প্রতিবাদ করার।
, এত অপরাধের পরেও দিদিকে বলবো ডাক্তারদের জীবন রক্ষার দাবি মেনে নিন, পাশাপাশি ডাক্তারের অন্যায়ের শাস্তিটা একটু কঠোর করুন এবং  একটা টিম তৈরি করুন যেখানে রোগীর পরিবার ডাক্তারদের দ্বারা তাদের উপর হওয়া অন্যায়ের কথাগুলো সরাসরি সেই টিমকে জানাতে পারবে এবং অন্যায়ের পরিমাণ দেখে আপনার  টিম তাৎক্ষণিক সেইসব ডাক্তারদের বিরুদ্ধে স্টেপ নিতে পারবে ধন্যবাদ।।


Find Out More:

Related Articles:

Unable to Load More