ঘাতক জাগুয়ারের স্টিয়ারিংয়ে ছিলেন এই বিরিয়ানি রেস্তোরাঁর মালিকের ছেলে

GHOSH ARPAN

শুক্রবার শেক্সপিয়ার সরণিতে দ্রুত গতিতে একটি জাগুয়ার পিষে দিয়েছিল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে। ধাক্কা মেরেছিল এক মার্সিডিজকে। সেদিন জাগুয়ার রেখে পালিয়ে গিয়েছিল গাড়ির চালক। অবশেষে সেই চালককে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, সেই চালক কলকাতা বিরিয়ানি রেস্তোরাঁ আরসালানের মালিকের ছেলে আরসালান পারভেজ। বিদেশে পড়াশোনা করেন এই পারভেজ। পারভেজ এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত বিজনেস ম্যানেজমেন্টের পাঠ নিয়েছেন। বেকবাগানের কাছেই পারভেজ আখতারদের পারিবারিক বাড়ি। তবে, আরসালান পারভেজ ওই বাড়িতে থাকতেন না, সায়েন্স সিটির সামনে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। যদিও ওই রাতে তিনি যে জাগুয়ারটি চালানো হয়েছিল সেটি রাখা থাকত বেকবাগানের ওই পারিবারিক বাড়িতে। এ বিষয়ে রেস্তরোঁ মালিকের পরিবারের সঙ্গে কথা বললে তাঁরা এ বিষয়ে কথা বলতে চাননি। শুধু বলেছেন, পুলিশের সঙ্গে কথা হয়েছে।

 

প্রসঙ্গত, ১৫ অগাস্টের রাতে লাউডিন স্ট্রিট দিয়ে দ্রুত গতিতে আসা জাগুয়ার গাড়িটি প্রথমে ধাক্কা মারে একটি মার্সিডিজকে। এখানেই শেষ নয়, গাড়ির গতি এতটাই বেশি ছিল অদূরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে পিষে মেরে দেয়। তারপরই জাগুয়ারের চালক পালিয়ে যায়। আহত হন মার্সিডিজে থাকা দু’জন। এই ঘটনার পরই পুলিশ প্রথমে ৩০৪এ ধারায় মামলা করে। অর্থাত অনিচ্ছাকৃত খুনের মামলা। যেটা ছিল জামিনযোগ্য। কিন্তু পারভেজকে গ্রেফতারের পর ৩০৪ (পার্ট II) ধারায় মামলা করে। যেটি জামিনঅযোগ্য ধারা। শনিবার আলিপুর আদালতে তোলা হলে পুলিশ আরসালান পারভেজকে পুলিশি হেফাজতের নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।


Find Out More:

Related Articles: