৩৭০ নিয়ে ভারতের পাশে রাশিয়া, বিবৃতিতে জানাল...

GHOSH ARPAN

জোর ধাক্কা খেল পাকিস্তান। জম্মু-কাশঅমীর থেকে ৩৭০ ধরা রদ নিয়ে ভারতকে যখন বিশ্বের সামনে কোনঠাসা করার চেষ্টা করছে পাকিস্তান, তখন জোর ধাক্কা খেল ইমরানের সরকার। কাশ্মীরে যে ভাগাভাগি হয়েছে তা সম্পূর্ণ ভারতের সংবিধান মেনে হয়েছে বলেই এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়া। রুশ বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কাশ্মীর ভাগ করা নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা ভারত ও পাকিস্তান উত্সাহ দেবে না বলে আশা করে রাশিয়া। কাশ্মীরে যে ভাগাভাগি হয়েছে তা ভারতের সংবিধান অনুযায়ীই হয়েছে। এনিয়ে দুপক্ষের মধ্যে কোনও অশান্তি হবে না আশাকরি।’  

 

অন্যদিকে, গত পরশু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বীকার করলেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতে সাধারণ মানুষকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর দাবি সাধারণ মানুষই তার মোকাবিলা করছেন। এবং পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে। সেই সঙ্গে কাশ্মীরের বাইরে থাকা সাধারণ মানুষরা ইদে ঘরে ফিরতে পারবেন বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। কারণ কার্ফু চলাকালীন তা শিথিল করলে ফের বিক্ষোভ শুরু হতে পারে এবং সমস্যা হতে পারে। সে অবস্থার কথা মাথাই রেখেই প্রধানমন্ত্রী ইদে ঘরে ফেরার আশ্বাস দিলেন। তার জন্য সরকার সবরকম ব্যবস্থা করবে বলে তিনি জানান। তবে প্রধানমন্ত্রী এই কথা বর্তমানে জম্মু-কাশ্মীরে থাকা কতজন মানুষ শুনতে পেলেন সেটাই বড় প্রশ্ন। কারণ, ইন্টারনেট, ফোন পরিষেবা, টিভি সবই বন্ধ। ডিস টিভি থাকলে তা দেখা যাবে। কিন্তু তা কতজনের কাছে পৌঁছবে সে প্রশ্ন রয়েই গেল। তবে আজ সেই অবস্থা কিছুটা শিথিল করা হয়েছে।


 


Find Out More:

Related Articles: