রাহুল গান্ধীর তোপ কেন্দ্রকে
কাশ্মীর নিয়ে কেন্দ্রের পদক্ষেপের কড়া সমালোচনা করলেন রাহুল গান্ধী।তাঁর মতে ‘‘এতে জাতীয় সংহতি মোটেই শক্তিশালী হল না। বরং দেশের নিরাপত্তার ক্ষেত্রে তা বিপজ্জনক হয়ে দাঁড়াল।’’
সংসদে এই পদক্ষেপের বিরোধিতা কিভাবে করা হবে তা নিয়ে কর্মসূচিও তৈরি করে ফেলেছেন সোনিয়া , রাহুল ও কংগ্রেস সাংসদরা যৌথভাবে। তারপরই রাহুল গান্ধী সরকারের সমালোচনা করে টুইট করেন।
রাহুল লিখেছেন ‘‘সংবিধানকে লঙ্ঘন করে, নির্বাচিত জনপ্রতিনিধিদের জেলে পুরে ও জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে জাতীয় সংহতিকে শক্তিশালী করা যায় না। শুধুই কিছু জমির খণ্ড দেশটাকে গড়ে তোলেনি, দেশটাকে গড়ে তুলেছেন দেশের নাগরিকরাই। প্রশাসনিক ক্ষমতার এই অপব্যবহার দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।’’
ঘোষণার সাথে সাথেই কংগ্রেসের একটি অংশ যেমন এর বিরোধিতা করেন তেমনই সংসদের বাইরে জনার্দন দ্বিবেদী, দীপেন্দ্র হুডার মতো প্রবীণ কংগ্রেস নেতারা সমর্থন করেন কেন্দ্রীয় পদক্ষেপকে।
এরকম পরিস্থিতিতে রাহুলকে প্রশ্ন করা হলে তিনি জানান ‘‘না, আমি কোনও বৈঠক ডাকতে পারি না। কারণ, আমি আর দলের সভাপতি নই।’’
সোনিয়া দলের কাছে জানান ‘‘আপনারাই ঠিক করুন, কোন অবস্থান নেবেন। সমর্থন না কি বিরোধিতা?’’ পরে বলেন, ‘‘আমরা ঠিক করেছি, বিরোধিতা করব। যেহেতু এই পদক্ষেপের আগে জম্মু-কাশ্মীরের মানুষ ও সেখানকার বিধানসভার সঙ্গে কোনও রকম আলোচনা করো হয়নি।’’