শোপিয়ানে গুলির লড়াই, নিহত মোস্ট ওয়ান্টেড পাক জঙ্গি নেতা

frame শোপিয়ানে গুলির লড়াই, নিহত মোস্ট ওয়ান্টেড পাক জঙ্গি নেতা

GHOSH ARPAN

মৃত মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা মুন্না লাহোরি। শনিবার জম্মু-কাশ্মীরের শোপিয়ানে বোনাবাজার এলাকায় দু’পক্ষের মধ্যে প্রবল গুলির লড়াই শুরু হয়। সে সময় মৃত্যু হয় ওই পাক জঙ্গি নেতার। এমনটাই জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত পাক নাগরিক মুন্না লাহোরি। দীর্ঘ দিন ধরেই তাকে খুঁজছিল জম্মু-কাশ্মীর পুলিশ। বোনা বাজারে দলবল নিয়ে লুকিয়েছিল সে। সূত্র মারফত এ খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করেন নিরাপত্তা বাহিনী। তাদের দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় দু’পক্ষের লড়াই। সেই লড়াইয়েই মারা যায় মৃত মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা মুন্না লাহোরি। উপত্যকায় হিংসা ছড়ানোর লম্বা রেকর্ড রয়েছে মুন্নার। কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিংহ বলেন, ‘‘গত ৩০ মার্চ বানিহালে নিরাপত্তারক্ষীদের কনভয়ে একটি গাড়ি বোমা বিস্ফোরণের পিছনে মুন্নার হাত ছিল। গত মাসেই আরিহাল পুলওয়ামায় আর একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। তাতেও জড়িত ছিল সে। কয়েক জন সাধারণ মানুষকে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।’’

সম্প্রতি লোকসভায় একটি আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি দাবি করেন, ২০১৪ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত জম্মুকাশ্মীরে ৯৬৩ জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে। তবে, অপারেশন চালাতে গিয়ে ৪১৩ জন নিরাপত্তা রক্ষীর মৃত্যুও হয়েছে। তবে মুন্নার মৃত্যু নি:সন্দেহে সাফল্য।


Find Out More:

Related Articles:

Unable to Load More