'ইন্ডিয়াজ লাফটার চ্যাম্পিয়ন'-এর বিজয়ী রজত

A G Bengali
শনিবার শেষ হল 'ইন্ডিয়াজ লাফটার চ্যাম্পিয়ন'-এর প্রথম সিজন। রজত সুদের মাথায় উঠল বিজেতার মুকুট উঠল। দিল্লির এই কৌতুকশিল্পীর লড়াই ছিল মুম্বইয়ের নীতেশ শেট্টি, ভিগনেশ পাণ্ডে, জয়বিজয় সচন এবং হিমাংশু বাওন্দরদের বিরুদ্ধে। পুরস্কার হিসেবে ট্রফির সঙ্গে ২৫ লক্ষ টাকা পেয়েছেন রজত। কমেডির পাশাপাশি তিনি কবিতা এবং গানও লেখেন। গত বছর দূরদর্শনে 'শ ক্রোড় কি কবি'তেও অংশগ্রহণ করেছিলেন রজত। প্রতিযোগিতায় প্রথম হয়ে উচ্ছ্বসিত রজত। তিনি বলেন, 'উদযাপন শুরু হওয়ার পর যখন আমার নাম ঘোষণা করা হল, আবেগঘন হয়ে পড়েছিলাম। আমি জিতেছি, এ কথা বিশ্বাস করতে কয়েক মিনিট লেগেছে। এই মুহূর্তটার কথা অনেক ভেবেছি। কিন্তু সত্যিই যখন জিতলাম, অবাক হয়ে গেলাম। আমার মা-বাবার সামনে প্রথম পারফর্ম করলাম। সেই মুহূর্তটা আমার জীবনে মাইলফলক হয়ে থাকল।'

অন্যদিকে, দীর্ঘ ১৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। প্রায়ই তাঁর শারীরিক সুস্থতা নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছড়িয়ে পড়া খবরের মধ্যেই বেশিরভাগই ফেক নিউজ। আর সেই ফেক নিউজ নিয়েই বিরক্ত রাজুর পরিবার। কমেডিয়ানের ভাই দীপু শ্রীবাস্তব অভিযোগ জানিয়েছে মুম্বই পুলিসের সাইবার সেলে। দীপু সংবাদমাধ্যমে জানান যে, রাজু অসুস্থতা নিয়ে তৈরি ফেক নিউজে মনখারাপ গোটা পরিবারের। তাঁদের দাবি কিছু মানুষ তাঁদের লাভের জন্য এই খবর ছড়াচ্ছে। এর জেরেই সোশ্যাল মিডিয়ায় ৪২টি পেজকে ব্লক করেছে মুম্বই পুলিসের সাইবার সেল। রাজুর আরও এক ঘনিষ্ঠ বন্ধু সুনীল পাল বুধবার সংবাদমাধ্যমে জানান, 'যতদূর আমি জানি যে, রাজু চিকিৎসায় সাড়া দিচ্ছে। ধীরে ধীরে ওর শারীরিক উন্নতি হচ্ছে। ঈশ্বরের কৃপায়, এখন ও স্থিতিশীল। যেহেতু ওর শারীরিক উন্নতি হচ্ছে তাই অনেকের থেকেই অনেক খবর পাওয়া যাচ্ছে। আমি নিশ্চিত নই কিন্তু ওর পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে, সব ঠিক থাকলে আজও রাজুকে ভেন্টিলেটর  সাপোর্ট থেকে বের করে আনা হবে। যদিও এখনও অবধি তা নিশ্চিত নয়। এটা সবটাই নির্ভর করছে রাজুর শারীরিক অবস্থার উপর। আমি আগামী কয়েকদিনেই দিল্লি যাব। রাজু আমার বড় দাদার মতো। ওর দ্রুত আরোগ্য কামনা করি।'

Find Out More:

Related Articles: