হিটস্ট্রোকে আক্রান্ত দোলন রায়

frame হিটস্ট্রোকে আক্রান্ত দোলন রায়

A G Bengali
হিটস্ট্রোকে আক্রান্ত দোলন রায়। অভিনেত্রী এইমুহূর্তে ভর্তি হাসপাতালে। সূত্রের খবর, একটানা রোদে শুটিং করে বাড়িতে ফিরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন দোলন রায়। এরপরই অভিনেত্রীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বাংলা সিরিয়াল ‘টুম্পা অটোওয়ালি’র শুট করছিলেন দোলন। সেখান থেকে ফিরেই এমন বিপত্তি। প্রসঙ্গত, বাংলা বিনোদনজগতে বেজায় পরিচিত মুখ দোলন রায়। বথর খানেক আগেই অভিনেতা দীপঙ্কর দের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। শুট সামলানোর পাশাপাশি ঘরকন্নাও সামলান সমানভাবে। একাধিক সিরিয়ালে অভিনয়ও করেছেন।

অন্যদিকে, 'ককপিট'-(Cockpit) এর পর ফের একবার জুটি বাঁধছেন দেব (Dev) ও প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। ছবির নাম ঘোষণা হয়ে গিয়েছে আগেই। এবার সেই 'কাছের মানুষ'-এর মুক্তির দিন ঘোষণা হয়ে গেল। পুজোর ঠিক আগে আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। শনিবার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় ছবি মুক্তির দিন ঘোষণা হয়েছে। 'ককপিট' ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু ছবিতে সেই চরিত্রের উপস্থিতি ছিল ক্ষণিকের। অতিথি চরিত্রে দেখা গিয়েছিল প্রসেনজিৎকে। ককপিটে দুজনে অভিনয় করলেও মন ভরেনি দর্শকের কারণ সেই ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবকে। এবার দর্শকদের সেই আশাই পূর্ণ করতে চলেছেন প্রযোজক দেব। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব। ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু । দেব ও প্রসেনজিতের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা।

Find Out More:

Related Articles:

Unable to Load More