মাইনাস ১২ ডিগ্রিতে শ্যুট পরিণীতির

A G Bengali
মাইনাস ১২ ডিগ্রি তাপমাত্রায় সেখানেই অভিনয় সেরে এলেন পরিণীতি। সঙ্গে নায়ক হার্ডি সন্ধু। তাঁরও একই হাল। কাঁপতে কাঁপতেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের গোটা দায়িত্ব সামলাল পরিচালক-সহ গোটা ইউনিটও। এত ঠান্ডায় এই প্রথম শ্যুট করলেন পরিণীতি। সেই অভিজ্ঞতা নিজেই তুলে ধরেছেন এক মজার ভিডিয়োয়। ইনস্টাগ্রামে তা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গেও। ভিডিয়োয় নায়ককে পাশে নিয়ে বোরখা-জ্যাকেটে আপাদমস্তক ঢাকা অভিনেত্রী কাঁপতে কাঁপতেই বলছেন, ‘‘মাইনাস ১২ ডিগ্রিতে শ্যুট! কী ঠান্ডা রে বাবা! আমরা সেটে জল খেতে পারছিলাম না। কারণ জল জমে বরফ হয়ে গিয়েছে। গ্যাস সিলিন্ডার, ভ্যান সব বরফে ঢাকা। ফলে জল গরম করা যায়নি! আমাদের পরিচালকের দাড়িতেও জমাট বরফ! আর এত সব যখন ঘটছে, আমাদের নায়ক ঘরে হিটার চালিয়ে গভীর ঘুমে!’’

অন্যদিকে, 'অপরাজিত'(Aparajito) ছবিতে আর্ট ডিরেক্টর বংশী চন্দ্রগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন হিন্দি ওয়েবসিরিজের চেনা মুখ শোয়েব কবীর(Shoaib Kabeer)। এই ছবির হাত ধরেই বাংলা ছবিতে ডেবিউ করলেন অভিনেতা। বাংলার একটি প্রযোজনা সংস্থায় চাকরির মাঝেই মুম্বই পাড়ি দিয়েছিলেন শোয়েব। দীর্ঘদিনের স্ট্রাগলের পরেই হাতে এসেছিল প্রথম কাজ, তাও আবার হলিউডের পরিচালকের কাছে। State of siege 26/11 নামক জনপ্রিয় ওয়েবসিরিজে অজমল কাসভের চরিত্রে অভিনয় করেছিলেন শোয়েব কবীর। হলিউডের পরিচালক Mathew Leutwyler-র পরিচালনায় অভিনয়ের জগতে পা রাখেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শোয়েবকে। হাতে এসেছে একের পর এক সিরিজ ও ফিল্ম। বীরসা দাশগুপ্তের 'ব্ল্যাক উইডো', ইউটিউব অরিজিনাল 'ডিসকানেক্টেড', অভিষেক শর্মার ছবি 'জোয়া ফ্যাক্টর', কবিতা বারজাতিয়ার ছবি 'হাফ ম্যারেজ', এছাড়াও টেলিভিশনে 'এক মহানায়ক'-এ দেখা যায় শোয়েব কবীরকে।

Find Out More:

Related Articles: