দেশের বাইরে যাওয়ার আবেদন জ্যাকলিনের

A G Bengali
২০০ কোটি তছরুপের মামলায় জড়িয়ে পড়ে নায়িকার ঘনিষ্ঠ সুকেশ চন্দ্রশেখর। তারপর থেকে একাধিকবার ইডির অফিসে হাজিরা দিয়েছেন তিনি। তবে এখনও সেই মামলায় ক্লিনচিট মেলেনি। তাই তো ভারতের বাইরে পা রাখার অনুমতি নিতে ফের দরখাস্ত করতে হল জ্যাকলিন ফার্নান্ডেজকে। নিয়ম অনুযায়ী তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না তিনি। এমনকি গত ডিসেম্বরে দুবাই যাওয়ার সময়ে মুম্বই বিমানবন্দরে আটকেও দেওয়া হয় তাঁকে। এ বার ১৫ দিনের জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়ে দিল্লির এক আদালতে আবেদন করলেন জ্যাকলিন। আবু ধাবিতে বলিউডের আইআইএফএ পুরস্কার বিতরণীর অনুষ্ঠান আয়োজিত হবে এ বার। এই ইন্ডাস্ট্রির এক অভিনেত্রী হিসেবে তিনি সেখানে উপস্থিত থাকতে চান, তাই ১৫ দিনের জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি চাইলেন তিনি। কেবল তাই নয়, একইসঙ্গে তিনি ফ্রান্স এবং নেপালে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়ার আর্জিও জানিয়েছেন।

গত মাসে নায়িকার প্রায় সাড়ে ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্রের খবর, সে সব অবৈধ সম্পত্তি। ইডির অনুমান, সুকেশ তোলাবাজির অর্থ ব্যবহার করেই জ্যাকলিনের জন্য উপহার কিনেছেন। শুধু তাই নয়, তিনি জ্যাকলিনের পরিবারের সদস্যদের জন্যও ১৭৩,০০০ মার্কিন ডলার এবং প্রায় ২৭,০০০ অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি খরচ করেছেন। যার সবটাই বেআইনি পথে উপার্জন করা বলে জানা গিয়েছে। তাই সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, উপহারের ফিরিস্তিও পেশ করেন জ্যকলিন। জানান, তিনটি ডিজাইনার ব্যাগ গুচি আর শ্যানেলের থেকে, গুচির দুটো পোশাক, লুই ভিত্যোঁ-র জুতো আর দুটো হিরের কানের দুল নিয়েছেন তিনি। সুকেশ একটি মিনি কুপারও পাঠিয়েছিলেন জ্যাকলিনকে, যা তিনি ফেরত পাঠিয়ে দেন।

Find Out More:

Related Articles: