বলিউডের সুন্দরী অভিনেত্রী কিয়ারা আদবানী। সম্প্রতি একাধিক ভিডিয়ো আর ছবি কিয়ারা আদবানী শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। তাঁর পরিবার ও বন্ধুদের সাথে ফুল মস্তি মুডে দেখা মিলল তাঁর। বোনের সাথে নাচলেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির গানে। সংগীতে গোলাপি পোশাক বেছেছিলেন কিয়ারা। সাথে হাই হিল, খোলাই রেখেছিলেন চুল। কারণ বোনের বিয়ে। কিয়ারার পরিবারের একাধিক সদস্য ও কিছু বান্ধুরাও ইনস্টায় ছবি শেয়ার করেছেন। সেগুলো নিজের স্টোরিতে শেয়ার করতে দেখা গেল অভিনেত্রীকে। যার মধ্যে একটা ছবিতে কিয়ারাকে দেখা গেল সবুজ রঙের শিমারি আউটফিটে। মাথায় বাঁধা পনিটেল। মনে করা হচ্ছে ব্যাচেলার পার্টির ছবি এটা। পাশেই বোন ঈশিতা গোলাপি আর রুপোলি রঙের পোশাকে। ছবির ক্যাপশনে লেখে, ‘চিল মোডে… এই দুনিয়ায় যা করতে আমাদের সবচেয়ে ভালো লাগে।’
অন্যদিকে, আগামী বছর মৃণাল সেনের শতবর্ষ। কিংবদন্তি পরিচালকের কথা উঠলেই তাঁর একাধিক ছবির নাম, প্রসঙ্গ চর্চায় উঠে আসে। বিশেষত ১৯৮২ সালের ‘খারিজ’। এই ছবিতে উঠে এসেছে এক মধ্যবিত্ত পরিবার। সেখানে কাজ করত শিশু ভৃত্য ‘পালান’। সারা দিন খাটনির পরে পালান রান্নাঘরে। সেখানেই এক শীতের রাতে চুল্লি জ্বলছিল। আস্তে আস্তে ঘর ভরে ওঠে কার্বন ডাই অক্সাইডে। অক্সিজেনের অভাবে ঘুমের মধ্যেই মারা যায় সে। পরে ময়নাতদন্তে ফাঁস হয় আসল ঘটনা। ‘পালান’ তখন সতর্কতার আরও এক নাম হয়ে উঠেছিল বঙ্গ সমাজে।