গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্য়ুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

A G Bengali
বাংলা গানে স্বর্ণযুগের শিল্পীদের শেষ তারকা নিভে গেলেন। মঙ্গলবার সন্ধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৯০ বছর বয়সে। আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়রা একে একে চলে গিয়েছেন আগেই। এ বার নিভল সন্ধ্যা-প্রদীপও। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৭ জানুয়ারি ফুসফুসে সংক্রমণ নিয়ে  SSKM-এ ভর্তি হয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।  সঙ্গে শ্বাসকষ্ট। এরপর যখন করোনা সংক্রমণ ধরা পড়ে, তখন নবতিপর এই শিল্পীকে স্থানান্তরিত করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। কিছুদিনের মধ্যেও কোভিডমুক্তও হন। এমনকী, কোমরের ভাঙা হাড়ে অস্ত্রোপচারও হয়েছিল ১১ ফেব্রুয়ারি। সোমবার রাত থেকেই শুরু হয়েছিল পেটে ব্যাথা, কমছিল রক্তচাপ। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় এদিন সকালে সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্থানান্তরিত করা হয়ছিল আইসিইউতে। কিন্তু শেষরক্ষা হল না। সন্ধে ৭.৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বর্ষীয়ান শিল্পীর মৃত্য়ুতে বাংলায় টুইট করে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'শোকস্তব্ধ' রাজ্যপাল জগদীপ ধনখড়-ও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বাংলায় টুইট করে সমবেদনা জানালেন প্রয়াত শিল্পীর পরিবার ও অনুরাগীদের। টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়-ও (Governor Jagdeep Dhankhar)। বাংলার গানের  স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বয়স তখন নব্বইয়ের কোটায়। জীবনের শেষপ্রান্তে তাঁকে পদ্মশ্রী সম্মান দিতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু সেই সম্মান প্রত্যাখ্যান করেছিলেন গীতশ্রী। তাঁর সিদ্ধান্ত নিয়ে রীতিমতো চর্চা শুরু করে হয়েছিলেন। ঘনিষ্টমহলে সূত্রে দাবি, এই ঘটনার পরও কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শিল্পী। শারীরিক অবস্থারও অবনতি ঘটেছিল তাঁর।


Find Out More:

Related Articles: