পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শ্যুটিং করছিলেন প্রিয়াঙ্কা এবং অর্জুন। শুটিংয়ের সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে। গুরুতর আহত হন প্রিয়াঙ্কা। চোট পান অর্জুনও। আহত দুই অভিনেতাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক শুশ্রূষার পরে তাঁদের স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। অর্জুনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এক্স-রে করার পর দেখা যায় প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। শনিবারই তাঁর অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা।
অন্যদিকে, শান্ত স্নিগ্ধ সাদা মাঠা একটি মেয়ে যাকে একঝলকে দেখলে বোঝাই যায় না, মাঠে একবার ব্যাট হাতে দাঁড়ালে সেই শান্ত মেয়েই প্রবল ঝড় তোলেন বাইশ গজে। তাঁর শান্ত চোখে জ্বলে ওঠে ছকভাঙার এক আত্মবিশ্বাস। ভারতের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেটার হতে চাওয়া সেই মেয়েদের স্বপ্নপূরণের অন্য নাম তিনি। তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, ভারতের সর্বকালের সেরা মহিলা ক্রিকেটার মিতালি রাজ । এবার তাঁর জীবনের সেই কাহিনিই উঠে আসছে বড়পর্দায়। সেই গল্প বুনেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । ছবির নাম 'সাবাশ মিঠু' । শুক্রবার মিতালি রাজের জন্মদিনে 'সাবাশ মিঠু'র পোস্টার পোস্ট করে ছবি মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক। আসলে পরিচালকের তরফ থেকে এটি ছিল মিতালির জন্মদিনের উপহার। আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে মিতালি রাজের চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু ।