অক্টোবরের ৩ তারিখ মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতারের পর জেল হেফাজতেই রয়েছেন আরিয়ান খান। একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়েছে। তবে শাহরুখ খান এবং গৌরী আশাবাদী যে তাদের ছেলে দীপাবলির আগেই বাড়ি ফিরবে। এনসিবি-র গ্রেফতারের পর থেকেই যা চলতে তা বলিউডের এই জনপ্রিয় পরিবারের কাছে প্রায় দুঃস্বপ্ন। সূত্রের খবর, মান্নাতের পরিবেশ বিষণ্ন। উৎসব সত্ত্বেও শাহরুখ এবং গৌরী তা উদযাপনের মেজাজে নেই। দীপাবলির সময়ে উৎসবের সাজে সেজে ওঠে মান্নাত। তবে এখন মনে হচ্ছে এটি কিছু ভাল খবর শোনার আশায় বাদশা নিলয়। যাতে দীপাবলির সময় আলোয় সাজতে পারে। দীপাবলির সময়ে উৎসবের সাজে সেজে ওঠে মান্নাত। তবে এখন মনে হচ্ছে এটি কিছু ভাল খবর শোনার আশায় বাদশা নিলয়। যাতে দীপাবলির সময় আলোয় সাজতে পারে।
অন্যদিকে, এ বার রাত ১২টা পর্যন্ত রেস্তরাঁ খুলে রাখার ছাড়পত্র দেওয়া হল মহারাষ্ট্রে। অন্য দোকান-বাজার খোলা রাখা যাবে রাতে ১১টা পর্যন্ত। মঙ্গলবার থেকেই কার্যকরী হয়েছে এই সিদ্ধান্ত। কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে এত দিন রাতে ১০টার মধ্যে রেস্তরাঁ এবং অন্য দোকান বন্ধ করার নির্দেশ ছিল। সরকারি তরফে জানানো হয়েছে, রাজধানী মুম্বই-সহ গোটা রাজ্যে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার কারণেই এই সিদ্ধান্ত। চলতি মাসের গোড়া থেকেই মহারাষ্ট্রের ধর্মস্থানগুলি খুলে দেওয়া হয়েছে। সিনেমা এবং হলগুলি খোলারও ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধব। সে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে সম্প্রতি সর্বদল বৈঠকও করেছিলেন তিনি।