তপন দত্তের 'একতারা' ছবিতে প্লেব্যাক করলেন মৌসুমি

A G Bengali
করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে চিত্র পরিচালক তপন দত্তের ছবি। যা দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এবার পরিচালক তাঁর নতুন ছবি 'একতারা'র জন্য কাজ শুরু করে দিয়েছেন। যদিও প্যানডেমিকের কারণে শ্যুটিং শুরু করা সম্ভব হয়নি। কিন্তু এই ছবির জন্য আরও একটি গান রেকডিং শেষ করলেন তপন দত্ত। 'একতারা' ছবিতে হোলির দৃশ্যের জন্য একটি গান গেয়েছেন মৌসুমি সরকার। গান গেয়েছেন কুমার শানুও। বহরমপুররে বাসিন্দা মৌসুমি পেশায় শিক্ষিকা। বহুদিন থেকেই তিনি গান করেন। তবে এই প্রথম তপন দত্তের ছবিতে প্লেব্যাক করলেন। পরিচালকের কথায়, 'আমি এই দৃশ্যের জন্য যে রকম গানের কথা ভেবেছিলাম এবং যে কণ্ঠের দরকার ছিল সেটা আমি মৌসুমি সরকারের গলায় পেয়েছি। এবং আমি খুব খুশি যে উনি অসম্ভব ভালো গানটি গেয়েছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে। অবশ্যই এখানে ধন্যবাদ জানাব কুমার শানুকে। শানুদার গাইড ছাড়া এটা সম্ভব হতো না।'     
অন্যদিকে, করোনা মহমারী নিয়েই যে ছবি চিত্র পরিচালক তপন দত্ত বানিয়েছিলেন, সেই  ছবিতে উঠে এসেছে করোনা ও লকডাউন পরিস্থিতিতে যুব সমাজের কিছু হতাশা এবং শেষে এক অসাধারণ সমাধান। কলকাতার এক চা-এর দোকান থেকে গল্পের সূত্রপাত। তারপর সেখান থেকে গল্পের মোড় ঘুরে যায় অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্যের অচৈতন্য অবস্থায় গাড়ি চালিয়ে এসে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ার পর থেকে। গাড়ির দিকে নজর যায় চা-এর দোকানে বসে থাকা পাঁচ জন হতাশাগ্রস্থ যুবক-যুবতীর। এরপর তারা ছুটে আসে এই গল্পের প্রধান চরিত্র বিপাশা সেনকে (দেবশ্রী ভট্টাচার্য) উদ্ধার করতে। এরপর টানটান উত্তেজনা দেখা যায় সকলের চোখে মুখে। একসময় রাজা অর্থাৎ অমিতাভ ভট্টাচার্যের নেতৃত্বে ঝাড়গ্রামের গভীর জঙ্গলে পৌঁছয় গাড়ি। এরপর আস্তে আস্তে নানান ঘটনায় সব সমস্যার সমাধান হয়ে যায়। এই ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক তপন দত্ত নিজেই। অপর্ণা দত্ত প্রযোজিত ছবিটির নাম "অবসরে"। এই ছবিতে অভিনয় করেছেন- অমিতাভ ভট্টাচার্য,দেবিকা মিত্র, মৃত্যুন হাজরা, সমীর বিশ্বাস, রিন্টু দে, সোনাই দত্ত, পায়েল রায়, অর্নব ব্যানার্জি ও সৌগত পাল। এছাড়াও রয়েছেন-মনু সিং, শ্রেয়সী হালদার, জোৎস্না দাস, তৃষা মণ্ডল, মিলন সাধুখাঁ, সন্তু সর্দার ও আরও অনেকে। সম্পাদনায় নারায়ণ বিশ্বাস আর ডিওপি-অমিত দত্ত ও কৃষ্ণ ঘোষ। আবহ সঙ্গীতে কল্লোল ভট্টাচার্য। সাবটাইটেলে অন্নপূর্ণা বসু।

Find Out More:

Related Articles: