সোশ্যাল মিডিয়ার যুগে সেলেব্রিটিদের এখন কখনও অনেক বেশি ধন্যধন্য, আবার কখনও খামোকাই কটাক্ষ শুনতে হয়। নেটিজেনদের একাংশের নোংরা ভাষা, আক্রমণ তো লেগেই থাকে। তবে এসব নিয়েই নিজেদের এগিয়ে নিয়ে যান সেলেবরা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার দেশের সবচেয়ে আলোচিত বিনোদনী সিরিজ/অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে 'ফ্যামিলি ম্যান টু'। শ্রীকান্ত তিওয়ারির (মনোজ বাজপেয়ী)-র পরিবারকে সময় দেওয়া আর দেশকে বাঁচানোর দ্বন্দ্বের মাঝে দারুণ এক থ্রিলার দেখে দর্শকরা মোহিত হয়ে যান। আম জনতা থেকে সিনে বিশেষজ্ঞরা ফ্যামিলি ম্যান টু-কে ফুল মার্কস দেন। স্বাভাবিকভাবেই পেজ থ্রি-র পাতা জুড়ে থাকছেন এই সিরিজের অভিনেতা-অভিনেত্রীরা।
ফ্যামিলি ম্যান সিরিজে শ্রীকান্ত তিওয়ারি মানে পর্দায় মনোজ তিওয়ারির স্ত্রী-র ভূমিকায় অভিনয় করা দক্ষিণের নায়িকা প্রিয়মণি (Priyamani) জানালেন, সিরিজের দ্বিতীয় ভাগ আসার পর তিনি সোশ্যাল মিডিয়ায় যে মেসেজটা পান তা হল, তোমায় একটু মোটা হলে আরও ভাললাগবে। তাঁর গায়ের রঙ কালো দেখাচ্ছে বলেও অনেকে তাঁকে অভিযোগ করেনু বলে প্রিয়মণি জানান। প্রিয়মণি বলেন, "যখন আমার ওজন ৬৫ কেজি-র মত ছিল, তখন লোকে আমায় বলত মোটা লাগছে। অথচ এখন শরীরচর্চা করার পর লোকে আমায় অভিযোগ জানাচ্ছে আমায় নাকি খুব রোগা দেখাচ্ছে।" হাসতে হাসতে প্রিয়মণি বলেন, আসলে আমাদের এসব অভিযোগ নিয়েই চলতে হয়। তবে তাঁর একটাই অভিযোগ, সিনেমা বা সিরিজের নায়িকাদের অভিনয় নয়, তাদের কেমন দেখাচ্ছে তা নিয়ে বেশি চর্চা হয়। প্রসঙ্গত, ২০১৩ সালে শাহরুখ খানের সিনেমা চেন্নাই এক্সপ্রেসের এক জনপ্রিয় গানে দেখা যায় প্রিয়মণিকে।