করোনা আক্রান্ত দক্ষিণী তারকা অল্লু অর্জুন

frame করোনা আক্রান্ত দক্ষিণী তারকা অল্লু অর্জুন

A G Bengali
করোনা ভাইরাস বাসা বেঁধেছে তেলুগু ছবির তারকা অল্লু অর্জুনের শরীরে। টুইটারে একটি পোস্ট করেছেন অভিনেতা। সেখানে সকলকে সম্বোধন করে লেখা, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। বাড়িতেই নিভৃতবাসে রয়েছিএবং সব ধরনের নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। সুযোগ পেলে টিকা নিন। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের আমাকে নিয়ে চিন্তা না করার অনুরোধ করছি। আমি ঠিক আছি’।


অন্যদিকে, আবার করোনা। আবার অসহায় মানুষ। এবার মানুষের অসহায়তা আরও বেশি। অক্সিজেন আর ভ্যাকসিনের আকাল নিয়ে জেরবার দেশের মানুষ। তার উপর দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যাওয়া লকডাউনে কর্মহীনতার লক্ষ্ণণ। তাই ‘সোনু ভাইয়া’কেই পরিত্রাতা হিসাবে দেখছেন মানুষ, এবছরও। সোনু সুদ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটা ভিডিয়ো। প্রায় ৫০ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা য়াচ্ছে, তাঁর মোবাইল ফোনের স্ক্রিন।তাতে ভেসে উঠছে একের পর এক ফোন আর মেসেজ।মানুষের আর্তিতে খানিক যেন অসহায় অভিনেতাও। লিখেছেন, ‘সবরকম সাহায্য করার চেষ্টা চালাচ্ছি। যদি আপনার কাছে পৌঁছতে না পারি ক্ষমা করবেন।’ কিছুদিন আগে কোভিড আক্রান্ত হয়েও ফোনে ফোনেই মানুষকে সাহায্য করার চেষ্টা চালিয়ে গেছেন সোনু। করোনার দ্বিতীয় ঢেউয়ে ওষুধ, অক্সিজেনের অভাবে মানুষ যখন পর্যুদস্ত, তখনই তাঁরা সাহায্যের ফোন আর মেসেজ করে চলেছেন তাঁদের ‘মসিহা’ সোনু ভাইয়াকে। সোনুও জানিয়েছেন, ‘ফ্রি কোভিড হেল্প’ পরিষেবার কথা।

Find Out More:

Related Articles:

Unable to Load More