দীপাবলিতে পোস্টার শেয়ার করলেন অক্ষয়

frame দীপাবলিতে পোস্টার শেয়ার করলেন অক্ষয়

A G Bengali
দীপাবলিতে পরবর্তী নতুন ছবি ‘রামসেতু’র পোস্টার শেয়ার করলেন অভিনেতা। ক্যাপশনে লিখলেন, ‘এই দীপাবলিতে, ভারতীয়দের চেতনায় তাঁদের আদর্শ এবং মহানায়ক ভগবান রামের স্মৃতি যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখে এমন এক সেতু গড়ে তুলি যা ভবিষ্যৎ প্রজন্মকে ভগবান রামের জুড়ে রাখবে। এই গুরু দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের প্রচেষ্টা- রামসেতু। আপনাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা’।

এই পোস্টারে অক্ষয়কে দেখা গিয়েছে লম্বা চুলে, ধূসর রঙের শার্ট এবং একটি কার্গো প্যান্টে। কাঁধ থেকে আড়াআড়ি ভাবে ঝুলছে একটি স্লিং ব্যাগ। গলায় কমলা রঙের একটি স্টোল জড়ানো। তাঁর পিছনে রামের বিশাল প্রতিকৃতি। তার ঠিক পাশেই লেখা— ‘বাস্তব না কল্পনা?’ 

Find Out More:

Related Articles:

Unable to Load More