ঐশ্বর্যর জন্মদিন, অন্তরের ভালবাসা প্রকাশ অভিষেকের

frame ঐশ্বর্যর জন্মদিন, অন্তরের ভালবাসা প্রকাশ অভিষেকের

A G Bengali
করোনার জেরে এবার বাড়িতে বসেই জন্মদিন পালন করেন ঐশ্বর্য রাই। স্ত্রীর জন্মদিনে তাই সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানান অভিষেক বচ্চন। জুনিয়র বচ্চন বলেন, শুভ জন্মদিন ঐশ্বর্য। তাঁর জন্য ঐশ্বর্য যা যা করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। রাই যাতে সব সময় হাসিখুশি থাকেন, সেই প্রার্থনাই করেন অভিষেক।পাশাপাশি জন্মদিনে ফের ঐশ্বর্যকে ভালবাসি বলে প্রকাশ করেন জুনিয়র বচ্চন। 

যদিও এই প্রথম নয়, এর আগে বেশ অনেকবারই রাইকে সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানান অভিষেক। বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে স্ত্রীকে ভালবাসা জানান তিনি। তার জন্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি জুনিয়র বচ্চনকে। এমনকী, অভিষেক তো কিছু করেন না। 

Find Out More:

Related Articles:

Unable to Load More